السلام عليكم و رحمة الله و بركاته
সম্মানিত উস্তায।
১. আজকে সকাল ১১.৪৫-১২.২০ এর মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমি স্বপ্নে দেখি আমি আমাদের বাড়ির সামনে কল পাড় দাড়িয়ে আছি তখন কেউ একজন এসে আমাকে অনেকগুলো বড়ো বড়ো পাতা দিয়ে বললেন, দাজ্জাল আসবে শীঘ্রই। এই পাতাগুলো প্রত্যেকের কাছে একটা করে রাখবে। তাহলে দাজ্জাল বেশি ক্ষতি করতে পারবে না। আমাকে কে পাতা দিয়েছে তা মনে নেই। পাতাগুলো ছিল বহোই বা সেগুন পাতার মতো বড়ো, পাতার ডাট ছিল অনেক লম্বা, টাইপ অব কচু পাতার মতো লম্বা ডালের সাথে বড়ো পাতা।
আমি পাতাগুলো বাসায় না এনে সেই কলপাড়ই রেখে দিয়েছি। খুব একটা গুরুত্ব দেইনি।
এরপর আমি আমার বাসার একটু দূরে গিয়েছি সেখান থেকে আসতেছি পথিমধ্যে আমার দূরসম্পর্কের এক বয়স্ক ফুফুর সাথে দেখা করতে গিয়েছি। ফুফুর সাথে দেখা করে রাস্তায় চলে আসছি তখন ফুফুর নাতি দৌড়ে এসে বলে আন্টি কেমন আছেন? ওর সাথে কথা বলার এক পর্যায়ে বলি, জানো! দাজ্জাল আসবে। আমার কাছে এক প্রকারের পাতা আছে তুমি বাসায় এসে নিয়ে যেও।
এরপর সেখান থেকে চলে আসি।
বাসায় এসে দেখি আমার বড়ো আপুরা একটি সাদা বোতলের মধ্যে লাল কালারের কর্ক ঢুকিয়ে রেখে দিয়েছে বাসায়। বড়ো আপু ভাইয়ার সাথে কথা বলবে, কিন্তু ভাইয়া একটু বিরক্তি প্রকাশ করছিলেন, কেননা বড়ো আপু ক্ষতি করছে এরকমটা ধারণা করছিলাম স্বপ্নে
এরপর ভাইয়ারা জুমুআ ছ্বলাত আদায় করতে যাবেন তখন আব্বার সাথে কী নিয়ে যেন তর্ক করছেন ভাইয়া। আমি খুব অবাক হয়ে মনে মনে বলতেছিলাম, ভাইয়া এভাবে তর্ক করছে কেন? কি হয়েছে ভাইয়ার?
এরপর আমি আবার কল পাড় যাই, সেখানে আমার সিনিয়র ২-৩ জন দ্বীনী বোন আসেন। তাদের লেবাস পরিপূর্ণ পর্দায় আবৃত ছিল না। পাশ থেকে কেউ একজন নাম ধরে বলে ঐ আপুর বয়ফ্রেন্ড আছে, রিলেশনশীপ এ আছেন। আমি বলি এটা আমি আগে থেকেই জানি আগেও দেখেছি। ঐ (বর্ণনা দিয়ে) ছেলেটা না আপুর বয়ফ্রেন্ড?
এরপর মনে মনে বলি আর কাউকে বিশ্বাস নেই। সব বিশ্বাস যেন ভেঙে গিয়েছে।
.
এরপর দেখি আমার ভাইয়ের মেয়ে কলপাড় এসে আমার গলা ধরে জিজ্ঞেস করতেছে, উপি! এগুলো কিসের পাতা? আমি ওকে বলি, আম্মা এগুলো দাজ্জাল থেকে বেচে থাকার পাতা। একজন দিয়ে গেছে।
এরপর আমার ভাইয়া, ভাইয়ার ছেলে মেয়ে দুজনই নামাজ পড়তে চলে গেছে খুব তাড়াহুড়ো করে।
আমি বাসায় এসে দেখি ভাবি খুব কান্নাকাটি করতেছে। কষ্ট পেয়েছে খুব, আমি ভাইয়ের মেয়েকে যা বলেছি সেটা ভুল বুঝছে নিজের মতো করে।
তো আমিও একটু সিরিয়াস হয়ে ভাবছি, নাহ আজকে আমাকে সঠিকটা বলতেই হবে, চুপ করে আর থাকা যাবে না, এভাবে সবসময় ভুল বুঝে কষ্ট পেলে হবে না।
এরপরই দেখি সবাই নামাজ পড়ে চলে আসছে। আার ভাইয়ের মেয়ে এসে আমার পিঠে উঠে গলা ধরে খেলতেছে আর ওর মাকে দেখাচ্ছে। তখন দেখি ভাবিও স্বাভাবিক হয়ে গেছে। এরপর ভাবছি এ বিষয় নিয়ে আর কথা বলব না। স্বাভাবিক তো হয়েই গেছে, কথা বলতে গেলেই ঝামেলা হবে হয়ত।
.
এরপর দেখি কেউ একজন এসে বলতেছে দাজ্জাল চলে এসেছে বা আসতেছে, এটা শুনে বাসার সবাই সেই পাতা থেকে একটি করে নিয়েছি। এরপর আরও ২-৩ জন নিতে আসে পূর্বে বলেছিলাম আমার ফুফুর নাতি কিন্তু তাদের দিতে পারিনি। তখন যে ব্যক্তি পাতা দিয়েছিল তাকে খুজছিলাম মনে মনে.
এরপর দেখি দাজ্জাল আসতেছে শুনে আমার কেমন ভয় লাগছে। আর আল্লহর কাছে দুয়া করছি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। তখন আমার পরীক্ষা চলছিল। আর কয়েকটা পরীক্ষা বাকি। আমি মনে মনে খুবই হতাশা ফিল করছি আর তাওবা করছি, ফেসবুক, ইউটিউবসহ সকল সোশ্যাল প্লাটফর্ম থেকে চিরতরে লিভ নিব আমার পরীক্ষার পরে, আর কয়েকদিন পরেই যেহেতু সেমিস্টার শেষ হয়ে যাবে। আর IOM এর ক্লাস শেয়ার অন্য বোনেরা করবে,আমি শুধু আলিমে পড়ব মনোযোগ দিয়ে, টেলিগ্রাম,জুম ব্যবহার করব শুধু। আর পৃথিবীর খোজ খবর নিতে 'মাহফিল' এপ ব্যবহার করব প্রয়োজন হলে হিকমাহ একাউন্ট খুলে নিব।
আমার খুব মন খারাপ হচ্ছিল, মেইবি কান্না করছিলাম এটা ভেবে, আমি তো এখনই প্রস্তুত না, আমার ঈমান তো নড়বড়ে। আর দুয়া করছিলাম আমি যেন একজন সাচ্চা ঈমানদার হতে পারি এরপরই ঘুম ভেঙে যায় তখন দুপুর ১.১০ বাজে।
বি.দ্র. আজকে জুমুআ ছিল। স্বপ্নেও দেখেছি আজকে জুমুআ। স্বপ্নে যে সময়টা দেখেছি বাস্তবেও আমি সে সময়ই ঘুমিয়েছি। স্বপ্নেও আমি হায়েজরত ছিলাম, বাস্তবেও হায়েজরত আলহামদুলিল্লাহ। স্বপ্নে দেখেছি আমার পরীক্ষা চলছে, বাস্তবেও আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। স্বপ্নে দেখেছি আমি সি আর হিসেবে আছি ক্লাস করছি। কিন্তু বাস্তবে আমি নতুন ব্যাচে কেবল ভর্তি হয়েছি, ক্লাস এখনও শুরু হয়নি। তবে পূর্বে আলিম কোর্সে ছিলাম, সি আর হিসেবে সিলেক্ট হওয়ায় ক্লাস শেয়ার করা হতো।
উস্তায আমি দাজ্জালকে ভীষণ ভয় পাই। এ স্বপ্নে আমাকে কী কী ইঙ্গিত দেওয়া হয়েছে? এখানে আমার করণীয় কী?
২. গতোপরশুদিন স্বপ্নে দেখি আমি বাসার পাশে কোথাও যাচ্ছি পর্দা করেই। যাওয়ার পথে একটা ছোট খালের পাড়ে আমার ভার্সিটির দুজন জুনিয়র সাথে একটা পিচ্চি মেয়ে মাছ ধরতেছে, শান্ত নিরিবিলি পরিবেশ। আমিও ওদের কাছে গিয়ে বলি দেন আমি মাছ ধরে দেই। এরপর ওদের থেকে বড়শি নিয়ে মাছ ধরতে ছিলাম খাল থেকে। আমি বড়শি পাতার সাথে সাথেই মাছ পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। এভাবে অনেক মাছ ধরতেছিলাম। ওরা দেখে বলছে আপু এতো মাছ কিভাবে ধরতেছেন? আমরা তো পাচ্ছি না। ওদের বলতে ছিলাম ছোট বেলায় আমি প্রচুর মাছ ধরেছি বড়শি দিয়ে। একবারে ৭১/৮০/১০০ টা করেও মাছ ধরতাম।
.
মাছ ধরতে ধরতে আসরের আজান হয়। তো ওদের মধ্যে একজন সাথে সাথেই পাশে ছ্বলাত আদায়ের জন্য দাড়িয়ে যায়।
আমিও অনেকগুলো মাছ ধরে দিয়ে আসার সময় বলেছি, মাছ ধরতে হলে আমাকে বলবেন আমি মাছ ধরে দিব ইংশাআল্লহ
.
এরপর দেখি আমরা বাড়ি থেকে ঢাকায় যাব বা গুরুত্বপূর্ণ কোথাও যাব যেটা অনেক দূরে। আমার মা লঞ্চে অলরেডি চলে গিয়েছে। আমি আর ভাবি কেবল যাচ্ছি পথে এখনও। এরপর আমার ভাবি পথিমধ্যেই খাবার বাটি বের করে খাবার খাওয়া শুরু করেছে রাস্তায় বসে। গরুর গোস এবং ভাত খাচ্ছিেেন। কিন্তু উনি বসে বসে খাবার খেয়েই যাচ্ছেন। এদিকে লঞ্চ ছেড়ে দিবে সে টেনশন। আমি শুধু হাঁটাহাঁটি করছিলাম কিন্তু ভাবিকে কিছু বলছিলাম না। আবার ভাবতেছিলাম আমরা কী তাহলে পরের লঞ্চে একা একাই যাব এরপরই ঘুম ভেঙে যায় রাত ২.৪৯ এএম এ।
এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে উস্তায?
جزاك الله خيرا في الدنيا والأخرة