ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কেনায়া তালাকের কিছু শব্দ যথা,
১.যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা।
২.আজ থেকে আমার বাড়ি খালি করে দিবি।
৩.যা, তুই এখান থেকে চলে যা।
৪.আজ থেকে তুই আমার থেকে পর্দা করবি।
৫.যা,আজ থেকে তুই একা আর আমিও একা। আজ থেকে তুই আজাদ/মুক্ত ।
৬.আজ থেকে তোর দাইত্ব তোর, আমারটা আমার। আজ থেকে আমার সমস্ত দায়িত্ব থেকে তোকে মুক্ত করে দিলাম।
৭.যা,আজ থেকে তুই তোর তালাকের মাসিক (ঋতু )গনা শুরু কর।
৮.যা ,আজ থেকে বাপের বাড়ি থাকবি।
৯.যা ,অন্য কোনো স্বামী দেখ।
তাছাড়া আরো কিছু শব্দ হল,
তুই আমার উপর হারাম,
আজ থেকে আমি তর স্বামী নই,
তুমি আমার স্ত্রী নয়,
তোমার নিজের বিষয়গুলো নিজে দেখো।
তোমাকে মুক্ত করে দিলাম।
তুমি ইদ্দত পালন করো।
এজাতীয় যেসব কথায় বিচ্ছিন্নতার প্রতি ইঙ্গিত করে, এই শব্দগুলো স্ত্রীকে উদ্দেশ্য করে ত্বলাক্বের নিয়ত বললে তালাক হয়ে যায়। আর সরাসরি "তালাক" শব্দ নিয়ত ছাড়াও বললেই তালাক হয়ে যায়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন আহকামে যিন্দেগী।
(এর মধ্যে এমন কিছু শব্দ আছে যার দ্বারা এক তালাকে রজয়ী হয়, আবার কখনো বায়েন তালাক হয়, যাই হোক এমন কোনো শব্দ মুখে চলে আসলে আমরা আলেমদের নিকট মাস‘আল জেনে নিবো।)
(শামী ৪/৫১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1049