ফিকহ দারসে পরিয়েছিল পানির সাথে কোন কিছু মিশলে তা মিশ্রিত পানি হিসেবে গণ্য হবে। যেমন আটা-ময়দা ইত্যাদি এ পানি দিয়ে নাজাসাত দূর করা যাবে কিন্তু পবিত্রতা অর্জন করা যাবে না এখন পানির সাথে যদি ফিটকিরি বা ব্লিচিং পাউডার মিশাই তাহলে কি এটা মিশ্রিত পানির অন্তর্ভুক্ত হবে? যদি না হয় তবে কোন কোন উপাদান পানির সাথে মেশালে তা মিশ্রিত পানি হিসেবে গণ্য হবে না? যদি ফিটকিরি মেশালে বা ব্লিচিং পাউডার মিশালে তা মিশ্রিত পানির পর্যায়ে পড়ে তবে পানি বিশুদ্ধ করব কিভাবে আমাদের কলের পানিতে অনেক ময়লা আসে
দ্বিতীয় তো আরেকটা জিনিস পড়িয়েছিল যে কোন জায়গায় নাপাকি লাগলে তা অল্প পানিতে তিনবার ধুয়ে ফেলতে অর্থাৎ বালতিতে পানি নিয়ে তাতে ধুয়ে কাপড় থেকে পানি ঝরলে আবার নতুন পানি নিয়ে ধুতে হবে অনুরূপ মোট তিনবার করতে হবে। সাবান ব্যবহারের কোন কথা উল্লেখ করা হয়নি। এরকম করতে গেলে প্রচুর সময়ের অপচয় হয়। তাছাড়া আগের দিনে তো সাবান ছিল না। এখন আমি যদি সাবান দিয়ে কাপড় কেচে এরপর পানিতে দুইবার ধুই আর মাঝে যদি পানি না ঝড়াই তবে কি আমার কাপড় অপবিত্র বলে গণ্য হবে? (উল্লেখ্য দ্বিতীয়বার ধোয়া দেয়ার পরে পানির রং ততটা ঘোলা হয় না পরিষ্কারই থাকে দেখা যায়। বা কাপড় দিয়ে কোন রকমের নাপাকির গন্ধ আসে না রং ও থাকে না)
মাঝে মাঝে কিছু নাপাকিযুক্ত কাপড়ে সাবান মেখে ট্যাপ ছেড়ে দিয়ে ধুই এটাও কি অপরিষ্কার থাকবে? উল্লখ্য এক্ষেত্রে নাপাকের গন্ধ আসে না বা রঙ থাকে না