মুহতারাম উস্তায,
আমার প্রশ্ন হলো আমার পায়খানার রাস্তা দিয়ে তরল কিছু বের হয়ে বলে আমি মনে করি ।এখন chatgpt তে অনেক প্রশ্ন করলাম তো দেখলাম ১৫ মিনিট পর পর চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে বসলে মানে ১৫ মিনিট পর পর একটু হেঁটে তারপর বসলে এটা আর মনে হয়না। কিন্তু সমস্যা হলো পরীক্ষার হলে টানা ১ ,২ ঘণ্টা বসে থাকতে হয় বাথরুমে গেলেও ।
১ -যদি এটা ঘাম হয় থাকে তাহলেতো সমস্যা নেই কিন্তু যদি তরল কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয় তাহলেতো নাপাক তাই না? নাপাক পরিষ্কার না করে শুধু ওযু করলে হবে?
২- যদি তরল কিছু (mucus) ১ ঘণ্টা বসলেই যদি বের হয়ে। যেহেতু পরীক্ষার হল ১৫ মিনিট পর পর হাঁটার সুযোগ ঐভাবে নেই। হয়তো বলা যাবে কিন্তু পারমিশন দিবে কিনা জানিনা এতো ছাত্র একসাথে পরীক্ষা দেয়।তাহলে আমি কি করবো নাপাক অবস্থায় থাকবো নাকি না?
আমি একজন ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছি إن شاء الله عز وجل আরো জেনে আবার প্রশ্ন ক
রবো