আসসালামু আলাইকুম উস্তাদ।আমার কয়েক বছর যাবত বিয়ের চেষ্টা চলছে কিন্তু আগাচ্ছেনা তেমন।এই রমাদ্বনের শুরুতে দোয়া করি এবং আমি এটা বলেও দোয়া করেছিলাম মনে আছে আল্লাহ যাতে আমাকে একটু হিন্ট দেন,এটাই বলেছিলাম মনে আছে। আমি ওই রাতে দেখেছি আমি একজনের সাথে অনেক বড় পাহাড়ের সামনে বসে আছি,এবং পাহারে কিচু একটা লিখা ছিলো উর্দুতে কিন্তু পুড়ে ফেলার কারনে পড়তে পারছিনা।আর কিছু আরমি এসে আমার পাশের লোকটিকে নিতে এসেছে কারণ সে নাকি বর্ডার পার করে চলে আসছে অবৈধভাবে,কিন্তু লেকটি যুদ্ধের পোশাকে থাকাই।আমি লোকটিকে বাঁচানোর চেষ্টা করছি,আর পালাচ্ছিলাম মাঝ পথে আমি একটা এমন ফুলের বাগান দেখি যা আমি কখনো দেখিনি,এত সুন্দর ফুল সুবহানাল্লাহ।
*আমি কিছুদিন আগে স্বপরিবারে হজ্ব করতে যাচ্ছি দেখেছি।
*আমি ইদানিং বিয়ে নিয়ে চিন্তায় থাকি,গত ৩দিন টানা ৩বার আমি আমার একজন ছেলে ক্লাস ম্যাটকে স্বপনে দেখেছি, আমি কখনই তার কথা ভাবিনি,কখনইনা।১মদিন আমি দেখেছি আমাকে কিছু একটাতে সাইন করাচ্ছে সে,২য় দিন আমি রাস্তার পাশে আমার জন্য অপেক্ষরত দেখি, গতকাল আৃমি তার চেহারা স্পষ্ট দেখেছি আমাকে কিছু একটা বলছে
আমি আল্লাহর খুবই নগন্য একজন বান্দী কিন্তু আৃার এ স্বপ্নগুলো আমাকে ভাবাচ্চে।এগুলোর যদি কোনল অর্থ থেকে থাকে আমাকে জানালে ভালো হয়।৩টি আলাদা সময়ে দেখা।