ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইসলাম গ্রহণ অতীতের সকল গোনাহকে মাফ করে দেয়। যদি কোনো মুসলমান নাস্তিক হয়ে যায়, বা ঈমান ভঙ্গ হয়ে যায়, অতঃপর সে ইসলাম গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তির অতীতের অনাদায়ী ইবাদতকে কাযা করতে হবে। কেননা ফরয ওয়াজিব ইবাদত তরক করা গোনাহ। মুরতাদ হওয়ার পরও সেই গোনাহ অবশিষ্ট থাকে। এবং এটা নতুন ইসলাম গ্রহণের দ্বারা মাফ হয় না। বরং সেটা বাকী থাকে। তাছাড়া বান্দার হক অবশিষ্ট থাকলে, সেটাও দ্বিতীয় বার ইসলাম গ্রহণের দ্বারা মাফ হবে না। অতীতে যেই সমস্ত ইবাদত করা হয়েছে, সেগুলো আর দ্বিতীয় বার করতে হবে না। তবে শুধুমাত্র হজ্ব, যা দ্বিতীয় বার করা লাগবে।
قال في الدر ویقضي ما ترک من عبادة في الإسلام لأن ترک الصلاة والصیام معیصة والمعصیة تبقی بعد الردة․(ج:۳، ص:۳۳۱)
قال في الدر أصلہ إنہ یواخذ بحق العبد أي لا یسقط عنہ بالردة (ج:۳، ص:۳۳۱)
قال في الدر
ویقضی ما ترک من عبادة فی الإسلام لأن ترک الصلاة والصیام معصیة والمعصیة تبقی بعد الردة وما أدی منہا فیہ یبطل، ولا یقضی من العبادات إلا الحج إلی آخر ما في رد رد المحتار․ (درمختار مع الشامي: ۶/ ۳۹۷، مطلب: المعصیة تبقی بعد الردة، ط: زکریا)
(২) তাওবাহ দ্বারা সকল প্রকার গোনাহই মাফ হয়।