ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
«النِّكَاحُ حَالَةَ الِاعْتِدَالِ سُنَّةٌ مُؤَكَّدَةٌ مَرْغُوبَةٌ، وَحَالَةَ التَّوَقَانِ وَاجِبٌ، وَحَالَةَ الْخَوْفِ مِنَ الْجَوْرِ مَكْرُوهٌ.» - «الاختيار لتعليل المختار»
(3/ 82)
স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নতে মু’আক্কাদা। আর যিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনায় বিয়ে করা ওয়াজিব। আর স্ত্রীর জুলুম করার আশংকা থাকলে তখন বিয়ে করা মাকরুহ।(আল-এখতিয়ার লি তা’লিলিল মুখতার-৩/৮২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2276
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শরীয়তে ছেলে ও মেয়েদের বিয়ে দেওয়ার কোনো নির্ধারিত বয়স সীমা নাই। তবে সন্তানকে শয়তানের ধোকা ও গোনাহ থেকে বাঁচতে সাহায্য করা মাতাপিতার একান্ত দায়িত্ব ও কর্তব্য। তাই অতি দ্রুত দ্রুত বিয়ের আয়োজন করাই উচিত।
(২) বাবার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
(৩) না,এক্ষেত্রে মায়ের অবাধ্য হবেন না।
(৪) এগুলো মনের সন্দেহ হতে পারে। সন্দেহ দ্বারা হুরমত হবে না।