আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (4 points)
আসসালামু আলাইকুম , আমার সাথে প্রায়ই এমন কিছু ঘটে, যার দরুন নিজেকে মুনাফিক মনে হক্য, আমাকে দয়া করে উত্তর দিবেন এগুলা মুনাফিকের লক্ষন নাকি?
১. আমি মিথ্যা বলতে না চাইলে এমন ভাবে উত্তর দেই, যেটা মিথ্যা নয় কিন্তু আসল সত্য গোপন থাকে, এটা প্রায়ই হয়। যেমন: আমার সন্তানকে কেউ পশুপাখির ছবি আকা জামা দিলো এবং সাথে চকলেট দিলো, তো আমি জামাটা লুকিয়ে ফেলে, আমার সামিকে বল্লাম ওরা চকলেট দিয়েছে, জামার কথা জানতে পারলে তিনি ওই জামা সন্তানকে পড়াতে চাইবেন। তাই আমি আড়ালে নষ্ট করে ফেলি।

এটা কি মুনাফিকের লক্ষন?

২. আমি নন মুসলিম দেশে আমার সামি সন্তান সহ বাস করি, আমি জানি এইদেশে থাকা উচিত না। কিন্তু এখানে আমি অনেকটাই নিজের মতো করে সংসার সামলাতে পারছি। দ্বিনি ইলম আমার পরিবারে কম থাকায় এখানে আমার জন্য দ্বিন পালন সহজ হয়, যেমন টিভি না রাখা, বিশেষ কোনো দিবস উদযাপন না করা। এইভাব্র আমি আমার বাচ্চাকে যথাসম্ভব ফিতনা থেকে বাচানোর চেষ্টা করছি। কিন্তু দেশে গেলে হয়তো পরিবারের জোর জবরদস্তিতে আমি তালগোল পাকিয়ে ফেলতে পারি। কিন্তু এখানে আমার সামি মসজিদে যায়, আমি বল্লেও যায় না, দেশে থাকলে হয়তো যেতো (আল্লাহু আলাম)। কিন্তু তবুও আমি আমার এবং আমার সন্তানের সার্থে এখানে থেকে যেতে চাচ্ছি, এটা কি মুনাফেকি ?

৩. সফরে গেলে নামাজ কসর পড়া নিয়ে আমার আনন্দ হয়, বিশেষ করে যোহরের ১০ রাকাত নামাজকে ২ রাকাত পড়া যায় তাই। কারন , শিশু থাকায় আমার লম্বা সময় নামাজে প্রায়ই ব্যাঘাত ঘটে , এটা কি মুনাফেকি?
৪. আমার সামি নিয়মিত নামাজ আদায় না করা সত্তেও আমি তাকে ভালোবাসি কারন সে  পরিবারের প্রতি যত্নশীল।  নিজে দ্বিন পরিপুর্ন ভাবে না মানলেও, আমার দ্বিন পালন নিয়ে সে সহনশীল। আর আমিও তাকে ভালোবেসে দ্বিনের পথে ডাকতে চাই, তার প্রতি মায়া কমাতে পারি না। এটা কি মুনাফেকি?
৫. কখনো কখনো নামাজের মধ্যে মনে হয়, অজু ভেঙে গেলো, কিন্তু আমি সম্পুর্ন নিশ্চিত না থাকায়, নামাজ চালিয়ে যাই। কিন্তু পরবর্তীতে খুবি অসস্তি লাগে, তাই কখনো কখনো ২-৩ দিন পর আবার ওই নামাজ কাযা করি, কিন্তু আমি যে ওয়াক্তের মধ্যে ওই নামাজ আবার আদায় করলাম না, এটা মুনাফেকি?

৬. আমার এক আত্মীয়ের হারাম হালাল মেশানো ব্যাবসা , যার মধ্যে হালাল টাই বেশি, আমি তার থেকে উপহার গ্রহন করি এবং দাওয়াত নেই, মনে মনে এই নিয়ত করে যে এটা হালাল থেকেই নিচ্ছি। এটা কি মুনাফেকি?
৭. আমার পরিবারে ফ্রি মিক্সিং খুবি নরমাল ব্যপার। কেউ বাসায় বেড়াতে আসলেও ফ্রি মিক্সিং করে। আমি তাদের মধ্যের মহিলাদের আলাদা খেতে বলি আমার সাথে বেডরুমে বসে, কারন আমার বাসায় উভয়পক্ষের জন্য আলাদা সুন্দর ভাবে খাবার ব্যবস্থা নেই, তাই মেয়েদের আমাদের বেডরুমে খেতে হবে আলাদা খেতে হলে, কিন্তু তারা তা করতে চায় না অনেক সময়, এই ক্ষেত্রে আমি তাও তাদের আপ্যায়ন করি, কারন আমার আশে পাশের দ্বিন মানে কিন্তু ফ্রি মিক্সিং থেকে বেচে থাকার মতো মানুষ কম আছে। এটা কি মুনাফেকি?

1 Answer

0 votes
by (643,110 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হারূন আল-আবদী (রহঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا "
তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাঃ) -এর কাছে এলেই তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর দিকদিগন্ত থেকে লোকেরা তোমাদের নিকট দ্বীনি ইলম অর্জনের জন্য আসবে। তারা যখন তোমাদের নিকট আসবে,তখন তোমরা তাদেরকে ভালো ও উত্তম উপদেশ দিবে।(সুনানু তিরমিযি-২৪৯,তিরমিযী ২৬৫০-৫১, মুওয়াত্ত্বা মালিক ২৪৭।) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/36

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার এই সবগুলো সমস্যা মূল কারণ, দ্বীনি ইলমের দৈন্যতা। দ্বীনি ইলমের চুড়ান্ত পর্যায়ে অভাব পরিলক্ষিত হচ্ছে আপনার প্রতিটি পদে পদে। কাজেই আপনি ইলম শিখার যাবতীয় চেষ্টা প্রচেষ্টাকে অভ্যাহত রাখবেন। সম্ভব হলে, কোনো আলেমের সংস্পর্শে দীর্ঘ সময় অতিবাহিত করবেন নতুবা তাবলীগের মাসতুরাতে ৩ চিল্লা সময় লাগাবেন। কিংবা বেশী বেশী করে দ্বীনি কিতাবাদি পড়বেন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) না, এটা মুনাফেকির লক্ষণ হতে পারে না।
(২) না, এটাও মুনাফেকি হতে পারে না।
(৩) না, এটাও মুনাফেকি হতে পারে না।
(৪) না, এটাও মুনাফেকি হতে পারে না।
(৫) না, এটাও মুনাফেকি হতে পারে না।
(৬) না, এটাও মুনাফেকি হতে পারে না।
(৭) না, এটাও মুনাফেকি হতে পারে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
জাযাকিল্লাহু খাইরন । আমাকে অনলাইনে ভালো ফন্টের কিছু বই সাজেস্ট করবেন অনুগ্রহ করে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...