ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একটি গরু দিয়ে একইসাথে একাধিক সন্তানের আকিকা দেয়া যাবে। একটি গরু,উট,বা মহিষ জাতীয় প্রণী দ্বারা সর্বোচ্ছ ৭ সন্তানের আকিকা করা যাবে।
فتح الباری: (593/9، ط: دار المعرفۃ)
"من ولد لہ غلام، فلیعق عنہ من الابل او البقر او الغنم"، دلیل علی جواز العقیقۃ ببقر کاملۃ او ببدنۃ کذالک۔
اعلاء السنن: (119/17، ط: ادارۃ القرآن کراتشی)
و لو ذبح بدنۃ او بقرۃ من سبعۃ اولاد، او اشترک فیھا جماعۃ، جاز۔
আকিকার বিধান কুরবানির বিধানের মতই। সুতরাং যেভাবে একটি গরু বা মহিষ দ্বারা সাত জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, ঠিকতেমনিভাবে একটি গরু বা মহিষ দ্বারা ৭ জনের পক্ষ থেকে আকিকাও করা যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/79730
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ঐ আত্নীয় নিজের নামে এবং তার বাচ্চাদের নামে এক গরু দিয়ে আকীকা করতে পারবে। একটি গরুতে সর্বোচ্চ ৭ জনের আকিকা দেয়া যাবে। আকিকার সাথে কুরবানির নিয়তও করা যাবে। তবে পৃথক পৃথকভাবে কুরবানি ও আকিকা করাই উত্তম।