আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
হুজুরের কাছে প্রশ্ন,,,,
1. ফরজ নামাজের ২ রাকআতে যদি মনে হয় ২ নাকি ১ পড়লাম তাহলে কি করবে?
যদি এমন হয় সে ২ রাকআত পড়েছে,তাশহাদুদ পড়েছে কিন্তু মনে নেই,
তবে সে যদি ১ রাকআত ধরে নিয়ে, আরো এক রাকআত পড়ে ও আবার বৈঠক করে তাশহাদুদ পড়ে, এর পর যথারীতি ২ রাকআত পড়ে,
শেষে সাহু সিজদা দেয় তবে সালাত আদায় হবে?
2.ইশরাকের ওয়াক্ত কখন শুরু কখন শেষ?
ইশরাকের সালাত কি অন্যান্য কাজ করে ওয়াক্ত শেষের আগে পড়া যাবে?
চাশতের ওয়াক্ত কখন শুরু কখন শেষ?
3. বিতরের সালাতের কাযা কিরূপ হবে?
দিনে ৩ রাকাত পড়ব রাতের মতোই?
৪. কোনো নারী হানাফি মাযহাবের সে কি সালাতের সব নিয়ম হানাফি মাযহাবের মতো করে পড়ে সিজার ক্ষেত্রে কি হাত উঁচু রাখতে পারে? এরকম একটা হাদিস থাকায় ভয় হয়। কুকুরের সদৃশ।
৫. কারো যদি সারাজীবন অনেক সালাত কাযা থাকে,,,সে সেগুলো কিরূপে আদায় করবে যদি বলতেন,,,, একটা গাইডলাইন দিলে ও নিয়ম-কানুন বলে দিলে ভালো হয়।