আসসালামুয়ালাইকুম, আমি যদি কোন হালাল জিনিসের আ্যড দিই অথবা হালাল জিনিস বিক্রি করি কিন্তু ক্রেতা যদি তা হারাম কাজে ব্যবহার করে তাহলে কি শুধু ক্রেতার গুনাহ হবে না কি আমারও? উদাহরণ স্বরূপ যদি আমি কোনো বইয়ের আ্যড করি যার বিষয়বস্তু সম্পূর্ণ হালাল বা কোনো খাতা-কলম বিক্রি করি কিন্তু ক্রেতা যদি সেই খাতা কলম দিয়ে হারাম কিছু লেখা লিখে প্রচার করে অথবা ঐ বই হারাম কাজে ব্যবহার করে বা তা পড়ে অতিরিক্ত সময় নষ্ট করে? মোবাইল ফোন বিক্রি করার ক্ষেত্রেও তো একই জিনিস হতে পারে? এর জন্য শুধু মাত্র ব্যবহারকারী দায়ী হবে না? নাকি বিক্রেতাও?