ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রোযা অবস্থায় মলদ্বারের ভিতরে পানি পৌছে গেলে রোযা ফাসিদ হয়ে যাবে। তবে স্বভাবিক মলদ্বারে পানি ঢাললে এতেকরে রোযা ফাসিদ হবে না। প্রশ্নের বিবরণমতে রোযা ফাসিদ হবে না।
مأخَذُ الفَتوی
وفي الفتاوي الهندية:
"والصائم إذا استقصى في الاستنجاء حتى بلغ الماء مبلغ الحقنة يفسد صومه هكذا في البحر الرائق."(کتاب الصوم،النوع الاول ما یوجب القضاءدون الکفارۃ ،ج:1،ص:204،ط:دارالفکر)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সন্দেহ দ্বারা কোনো হুকুম বাস্তবায়িত হয়না। সুতরাং প্রশ্নের বিবরনমতে রোযা ফাসিদ হবে না।
(২) প্রশ্নের বিবরণমতে রোযা ফাসিদ হবে না।
(৩) প্রশ্নের বিবরণমতে রোযা ফাসিদ হবে না।