আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
38 views
in সাওম (Fasting) by (36 points)
edited by
প্রস্রাব করার পর পানি সামনে ও পিছনে ঢেলে উঠে যাই না ঝরিয়ে এরপর ঝুকে একটু ভারি কাজ করার সময় মনে হলো পায়ুপথ খুলেছে আর পানি ভিতরে যাচ্ছে ঠান্ডা অনুভুতি তবুও আমি পাত্তা না দিয়ে কাজ করি এরপর ভাবি আসলে কি পায়ুপথ এ পানি প্রবেশ করল কিনা আমি সিউর না হয়তো প্রবেশ করছে এখন সেটা প্রবেশ করলেও পাকস্থলীতে যেতে পারবে বা বেশি উপরে হয়তো যায়নি এখন আমি নিশ্চিত হয়ে পারছিনা আসলে কি পানি প্রবেশ করল কিনা নাকি শুধু পায়ুপথের মুখের উপর দিয়ে গেছে বুঝতে পারি নাকি  ৩ ইনছি ভিতরে প্রবেশ করল কিনা নাকি এর কম  ঠান্ডা অনুভব টা কি আসলে প্রবেশ করল কিনা তা নিশ্চিত হতে পারছি এখন আমার রোযা কি হবে

২/গোসলের সময় বসে বসে গোসল করায় যদি পায়ুপথ খুলে যায় তবে কি পানি প্রবেশ করতে পারবে?
৩/ বসা অবস্থায় যদি চাপ দেই মলদ্বারে  আর মুখে খুলে আর মুখের প্রথম ভাগে ঠান্ডা অনুভব হয় মুখ বন্ধ করার সময় তাহলে পায়ুপথের মুখে লেগে থাকা পানি কি প্রবেশ করতে পারবে?
কাপড় চেঞ্জ করার সময় নড়াছড়ায় কি ফাক হয়ে পানি প্রাবেশ করতে পারবে?

1 Answer

0 votes
by (643,110 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রোযা অবস্থায় মলদ্বারের ভিতরে পানি পৌছে গেলে রোযা ফাসিদ হয়ে যাবে। তবে স্বভাবিক মলদ্বারে পানি ঢাললে এতেকরে রোযা ফাসিদ হবে না। প্রশ্নের বিবরণমতে রোযা ফাসিদ হবে না।

مأخَذُ الفَتوی
وفي الفتاوي الهندية:
"والصائم إذا استقصى في الاستنجاء حتى بلغ الماء مبلغ الحقنة يفسد صومه هكذا في البحر الرائق."(کتاب الصوم،النوع الاول ما یوجب القضاءدون الکفارۃ ،ج:1،ص:204،ط:دارالفکر)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/30080


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সন্দেহ দ্বারা কোনো হুকুম বাস্তবায়িত হয়না। সুতরাং প্রশ্নের বিবরনমতে রোযা ফাসিদ হবে না।
(২) প্রশ্নের বিবরণমতে রোযা ফাসিদ হবে না।
(৩) প্রশ্নের বিবরণমতে রোযা ফাসিদ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...