السلام عليكم ورحمة الله وبركاته
উস্তায, আমি IIUC তে পড়ি। IIUC তে নামাজের আলাদা রুম আছে।
IIUC তে যেহেতু বাস দেওয়া হয় তাই বাসা থেকে বাস পর্যন্ত দূরত্ব হেঁটে যেতে হয়। এক্ষেত্রে বৃষ্টির কারণে রাস্তা ঘাটে জমা পানির কারণে বোরকা ভিজে যায়। আর এই পানিগুলো তো নোংরা। বোরকা পরে শুকিয়ে গেলেও ভার্সিটির নামাজ রুমে আমি কি এই বোরকা পড়ে চাশত বা যাওয়ালের নামাজ পড়তে পারবো? বাসায় এসে পড়ার ওয়াক্ত থাকে না, ভার্সিটিতেই ওয়াক্ত শেষ হয়ে যায়।