আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লোহ, আমার জন্য এক ছেলের প্রস্তাব এসেছে। সে জাপানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তাদের অফিস ব্রেক টাইম দুপুর ১২টা থেকে ১টা। এরমধ্যেই নামাজ, খাওয়া-দাওয়া সারতে হয়। তাই শুক্রবারেও অফিস থাকে বলে আর মসজিদও অফিস থেকে অনেক দূরে বলে এই সময়ে গিয়ে আবার ফিরতে পারবে না। তাছাড়া জুমার জামাতও তো তখন হয় না। আরও পরে হয়। তাই উনারা মুসলিম ভাইয়েরা মিলে রেগুলার নামাজ পড়েন অফিসের একটা রুমে। এক্ষেত্রে তাদের করণীয় কী?
কিংবা ইসলামের এতো মৌলিক বা গুরুত্বপূর্ণ জিনিসও যার দ্বারা পালন সম্ভব হচ্ছে না তার সাথে বিয়ের প্রস্তাবে রাজি হওয়া কি আমার জন্য ঠিক হবে? বিয়ের পর আমাকেও সেখানে নিয়ে যাবে বলেছে।