আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমার বাবা মা উত্তরবঙ্গে থাকতেন৷ আমার বাবা মারা গিয়েছেন কুড়িগ্রাম জেলায় গত ১৫ তারিখ রাতে৷ আমার ভাই দেশের বাহিরে থাকে, আমরা বোনেরা ঢাকায় থাকি৷ আমরা বাসায় আসতে সকাল হয়ে গিয়েছিলো, কিন্তু আমার আসার আগেই ইত্যিমধ্যে আমার বাবার কাফনের কাপড়+ কবরের বাঁশ কেনা হয়েছিলো, + কবর খুড়েছে যারা তাদের নাস্তার জন্য কিছু টাকা আমার ফুফাতো ভাই দিয়েছিলো। উনি আরএফএল এর ডিলার আর সেই কারনে আমরা তার টাকা দিয়ে এসব খরচে নিতে চাচ্ছিনা একদম ই৷ উনি বলতেছেন মামার কাফনের টাকা দিছি নিবোনা। ভাগিনার কাছে মামার হক আছে।ইত্যাদি
আর বাবার সন্তান হিসেবে আমি/ আমার ভাই এ খরচটা বহন করতে চাচ্ছিলাম৷ কিন্তু ফুফাতো ভাই কিছুতেই কাফনের কাপড় আর বাঁশের টাকা নিতে চাচ্ছেন না। অনেক জোরাজোরি করেও কাজ হচ্ছেনা।
এক্ষেত্রে আনুমানিক ঐ পরিমাণ টাকা কি আমরা কাফনের কাপড়, বাঁশের টাকার নিয়ত করে সদাকাহ করে দিবো?
নাকি উনার পরিবারের জন্য টাকাটা শোধ করে দেয়ার নিয়তে কিছু খাবার বা কোনো কিছুতে খরচ করলেও হবে?.
জানাবেন ইংশাআল্লহ।
জাযাকাল্লাহু খইরন