আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমি প্রায় সময় অসুস্থ থাকি তিন বছর থেকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু যত টেস্ট করেছি সবগুলা ঠিকঠাক ছিল আমার কোন সমস্যা ধরা পড়ে না। কিন্তু আমি সব সময় দুর্বল অনুভব করি। খাওয়া দাওয়া করার পরও আমার শরীরের দুর্বলতা কাটে না। শরীরে জ্বালাপোড়া করে জ্বর ভাব থাকে কিন্তু থার্মোমিটারই ওঠে না। কিছুদিন থেকে আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে না আত্মীয়-স্বজন কাউকে ভালো লাগে না। হঠাৎ রাগ উঠে যায় আবার হঠাৎ কমে যায় মাঝে মাঝে খুব বেশি হাসি পায় আবার মাঝে মাঝে খুব বেশি কান্না পায়। আমি বিবাহিত। বিয়ের সাড়ে তিন বছর হয়ে গেছে। স্বামী বিদেশে থাকেন তার সাথেও আমার অনেক ঝগড়াঝাটি হয় ছোট্ট কারনেও আমাদের ঝগড়া লেগেই থাকে। বাইরে আমারও এপ্লাই করা আছে কিন্তু আমার কাগজ হচ্ছে না বারবার কাজগুলো পিছিয়ে যাচ্ছে তাই আমারও উনার সাথে থাকা হওয়া উঠে না। আমি একজন বিশ্বস্ত হুজুরকে দিয়ে ইস্তেখারা করিয়াছিলাম। উনি বলেছেন আমার শ্বশুরবাড়ির কেউ একজন আমাকে চালান করেছে বা বান মারা যাকে বলে। সেটা অনেকদিন হয়ে গেছে আমার রক্তের সাথে মিশে গেছে।
১• আমার কি সত্যিই এরকম কোন সমস্যা আমার লক্ষণ দেখে কি এটা বোঝা যায়?
২. আমরা শিওর হওয়ার জন্য আরেকটা জায়গায় গিয়েছি ওইখানেও একজন বলছে যে আমাকে মানসিক শিহর করা হয়েছে জিনের মাধ্যমে মানসিক শিহরটা কি সেটা আমি বুঝতে পারতেছি না এটা কি আদৌ আছে কিনা জানিনা উনি সূরা এখলাছ সূরা জ্বীনের কিছু অংশ তেলাওয়াত করেছিলেন আমার সামনে তারপর আমাকে এটা বলেছেন। তারপর বলেছেন এটা কাপড় দুইটা কাপড় আমি যেখানে যে বিছানায় ঘুমাই সেখানে নিচে রাখতে এবং এক সপ্তাহ পর ওইটা নিয়ে উনার কাছে যেতে একটা কাগজে আরবিতে কিছু লিখা ছিল এবং সেটা পানিতে দিয়ে বলছেন ওই পানি দিয়ে গোসল করতে এগুলা কি ঠিক নাকি এটা কুফরি হয়ে যায়।
৩• আমি আই আর সি তে যোগাযোগ করেছিলাম উনারা বলেছেন আমার বদনজর এবং ওয়াসওয়াসার সমস্যা আছে রুকাইয়া করেছিলাম কিছুদিন ভালো থাকলেও বর্তমানে আমি আরো খারাপের দিকে চলে গেছি আমার নামাজ পড়তে ইচ্ছে করে না এখন আইওএম এর পড়াও পড়তে ইচ্ছে করেনা যা পড়ি সব ভুলে যাই এখন আমার কি করণীয়?
৪• আমার বাড়িতে কি আমরা বাসায় আসছি কয়েক মাস হল কিন্তু আমি প্রতিদিন আমার ঘর খালি অবস্থায় স্বপ্নে দেখি আমার বাড়ির জন্য খুব বেশি টান হয় এছাড়াও আমি স্বপ্নে আরো অনেক খালি খালি জায়গা দেখেছি সেসব বিল্ডিং গুলো এখনো নির্মাণ করা হয়নি। প্রায় সময় আমি এরকম খালি জায়গা দেখি যেখানে আমি একা অথবা আমার ভাই বা আমার স্বামী তাদের নিয়ে আছি। এগুলো স্বপ্নে দেখা কিসের লক্ষণ
৪• আমার বিদেশের কাগজ হয় না দেখে একজন বলেছেন পাসপোর্ট নিয়ে ওই হুজুরের কাছে যেতে যিনি আমাকে মানসিক শিহরের কথা বলেছেন উনি নাকি ফু দিলে কাগজ বন্ধ থাকলে তা ঠিক হয়ে যায় এগুলো কি কুফরি?? আমি নিয়ে যাই নি।