আসসালামু আলাইকুম
আমার ১৭ তারিখে দুপুর ২:২৫ এ রক্ত আসে। আর ১৮ তারিখের রাত ১০:৫৫ তে সাদা স্রাব দেখতে পাই। কিন্তু এরপরেও আমার মাঝে মাঝে পেটে ব্যথা হচ্ছে,তাই ভাবলাম আবার রক্ত আসতে পারে। তাই ১৮ তারিখের পর ও নামাজ পড়িনি।
ক) এখন আমি কি নামাজ পড়া শুরু করব? নাকি করব না, যেহেতু— আমার এখনো ৩ দিন হয়নি। ৩দিন হওয়ার জন্য ২০ তারিখের ২:২৫ পর্যন্ত অপেক্ষা করতে হবে।আমি কি অপেক্ষা করব যে রক্ত আসে কিনা?
খ) আমি এই প্রশ্ন লিখলাম ১৯ তারিখের দুপুর ৪:৩৯ এ।কিন্তু যেহেতু সাদাস্রাব আসে গতকাল রাত ১০:৫৫ তে। তাহলে সাদাস্রাব আসার পরও নামাজ না পড়ার কারণে কি আমি গুনাহগার হলাম?
বি:দ্র: তবে এর আগেও আমার এমন হয়েছিল যে, প্রথমদিন হয়ে বাকি চার/পাঁচদিন ও রক্ত আসেনি