السلام عليكم ورحمة الله وبركاته
আমি একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চাই। প্রতিষ্ঠানটি ৪/৫ বছর পর তারা একটি লোন নিতে পারে ,লোনটির এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, ৮বছর সময়ের জন্য লোন দেয় তারা, সেখানে কোম্পানি যদি ১০কোটি টাকা লোন নেয়, ৮বছরে সম্পূর্ণ টাকা শোধ করে দিলে বাড়তি কোন টাকা দেয়া লাগবেনা। তবে ৮বছর পর, তাদের এই টাকা থেকে যে পরিমাণ লাভ হবে তার ২%প্রফিট তাদের সাথে শেয়ার করতে হবে। এটা কি সুদ হবে? এবং এমন কোম্পানিতে কি বিনিয়োগ করা জায়েয হবে দয়া করে জানাবেন।