আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ।
শায়েখ, আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমি অপরিচিত রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছি। বেশিরভাগ সময় স্বপ্নে আমার সাথে আমার মা থাকেন। আমি আম্মুর সাথে রিকশায় বা হেটে বা বিভিন্ন ভাবে অনেক অপরিচিত জায়গায় যাই।
কখনো দেখেছি, হিন্দুদের বাড়িতে গেছি, কখনো দেখে অপরিচিত জায়গায় যেতে যেতে হঠাৎ এক এক বাড়ি, সেখানকার মানুষজনের জীবন যাত্রা একটু আলাদা সবার চাইতে, আর কি সব যেন বিক্রি করছিল তারা, আমি কিছু কিনেছিও হয়তো এমন দেখেছি।
বা কখনো দেখি যে আম্মুর সাথে রিকশায় কোথায় যেন যাচ্ছি আর যাচ্ছি, বা হাটছি তো হাটছি...।
এরকমও দেখি যে অপরিচিত বনে যেয়ে ফেরার রাস্তা আর পাচ্ছি না, বনের ভেতর হাটতে হাটতে কোনো রকম মেইন রাস্তা খুজে পেয়েছি। সেসব স্বপ্নে কখনো শত্রু তারা করছে এমনও দেখেছি।
মানে এই স্বপ্নগুলো অনেক বেশি পরিমাণে দেখি।
আর শায়েখ স্বপ্নে অনেক অপরিচিত বাড়িও দেখি। বড় বিল্ডিং, এক তলা বিল্ডিং, ছাপ্রা ঘর, মাটির ঘর, টিনশেড ঘর সহ বিভিন্ন রকম বাড়ি দেখি একেকদিন একেক স্বপ্নে। সেসব বাড়িতে গেছি... তারপর কি কি যেন বেশিরভাগই এখন মনে নেই। এমন দেখি না যে ঘর আমি বানাই, বা আমার জন্য বানাচ্ছি, অলরেডি বানানো ঘর দেখি, সেখানে যাই....
কোনো বাড়িতে ঢুকে আমার ঘর কোনটা হবে সব রুম ঘুরে ঘুরে আমার রুম কোনটা হবে আমি ঠিক করে নিচ্ছি।
এরকমও দেখেছি যে একটা রুম থাকার জন্য পছন্দ হয়েছে, কিন্তু ওই রুমের জানালা/বারান্দায় দাড়ালে কবরস্থান দেখা যায়, তাই ভয় পেয়ে সে রুমটা আর নিচ্ছি না অনেকটা এমন ও দেখেছি হয়তো।
শায়েখ, এরকম এতো বেশি পরিমাণে অপরিচিত রাস্তা, বাড়িঘর দেখার কারণ বা ব্যখ্যা কি হতে পারে?
জাজাকুমুল্লাহ খইরন।