আমার একজন পরিচিত, যার কিডনিতে সমস্যা,ডাক্তার ওনাকে বলছি যাতে ওনার কিডনি যেন শুকনা না থাকে,মানে প্রায় এক ঘন্টা পর পর পানি খেতে হবে,সে প্রবাসী তাই অনেক সময় ধরে কাজ করতে হয়,যার ফলে কাজে ক্লান্তি এবং রোজা রাখার ফলে পানি না খাওয়ার কারণে তার কিডনিতে প্রবলেম হবে এমন আশঙ্কা করা যায়,এক্ষেত্রে সে কি রমজানের রোজা না রাখে এবং পরবর্তীতে কাযা না করে সে ক্ষেত্রে কি কাফফারা দিলে হবে,অনেক সময় ধরে কাজ করতে হয় সেই সাথে রোজা রেখে এতক্ষণ সময় পানি পান না করলে কিডনির আকার ছোট হওয়ার আশঙ্কা থাকে।