আসসালামু আলাইকুম শায়েখ
প্রশ্ন ১ :
আমার মা একটা বেসরকারি হাইস্কুলের শিক্ষিকা।এটা একটা অনুন্নত এলাকা ছিল এবং স্কুলের অবকাঠামোগত অবস্থাও নাজুক ছিল। এটা ১৯৯৫/৯৬ সালের কথা। স্কুলে সরকার থেকে বিল্ডিং দিতে চেয়েছিল কিন্তু জমি ছিল না স্কুলের।তখন সেই স্কুলের প্রধান শিক্ষক এসে আমার নানাকে বলেন তোমার জমিটা স্কুলের জন্য দেও, কারন নাহলে সরকার বিল্ডিং টা দিবেনা আর তোমার মেয়ে আমাদের স্কুলে জয়েন করুক এবং কোনো মহিলা শিক্ষকও নেই,অনেক মেয়ে পড়ে।
বি.দ্র: আমার মা এমনিতে টিচার হিসেবে যোগ্য ছিল, মানে স্টুডেন্ট পড়ানোর অযোগ্য ছিল না।আর আমার নানা নিজে থেকেও এই প্রস্তাব টা দেয়নি,স্কুলের প্রধান শিক্ষক ই নিজে এসে বলেছিলেন।
আমার প্রশ্ন হলো: এটা কি ঘুষ দিয়ে বা অন্যায়ের সাথে চাকরি হয়েছে? আমার মায়ের বেতন কি হালাল হবে?
প্রশ্ন ২:
আসলে আমাদের ভারত উপমহাদেশের তো আগে হিন্দু ছিল সবাই।পরে মুসলিমদের দাওয়াতে অনেক মুসলিম হয়েছে।আমার দাদার পূর্ববর্তী বংশধরদের মধ্যে কেউ না কেউ হয়ত হিন্দু ছিল,পরে কারো দাওয়াতে মুসলিম হয়েছিল।এরপর থেকে সবাই মুসলিম। আমার দাদার বাবাও মুসলিম ছিল,দাদাও মুসলিম ছিল আর আমার বাবা মুসলিম। আমার বাবা কি ওয়ারিশ হতে পারবে? কারন এই সম্পদ (জমি) তো উত্তরাধিকার সূত্রেই এসে চলেছে, হয়ত মূল সম্পদ যার ছিল সে হিন্দু ছিল( নিশ্চিত নই যদিও আমি) । আর ইসলামে তো মুসলিম ব্যক্তি কাফির ব্যক্তির ওয়ারিশ হয়না।
আমার প্রশ্ন :তাহলে কি আমার বাবার থেকে এই জমির ওয়ারিশ আমি হতে পারব?? যদি আমাকে আল্লাহ বিচারের দিনে বলেন যে তুমি তো নিশ্চিত ছিলা না,তাহলে কেন সেই সম্পদ ভোগ করেছ? আমাকে যদি আল্লাহ জাহান্নামে দেন?
প্লিজ শায়েখ,শরীয়তের আলোকে উত্তর দেবেন।
জাজাকিল্লাহু খইরন