বিয়ের পূর্বে আমার হবু স্বামী আমাকে বলেছে আমি যদি যখনই তোমাকে বিয়ে করি কোনোদিন তোমার সাথে সংসার করবো না এই কথার কারণে কি আমাদের বিয়ে হবার সাথে সাথেই তালাক হয়ে যাবে ? তালাক হয়ে গেলে অমি কি তাকে বিয়ে করতে পারবো না? একটু দয়া করে বলুন অমি কি আর তাকে বিয়ে করতে পারবো না?