.السلام عليكم ورحمة الله وباركته
মুহতারাম, আমার সংসারজীবনে বেশ কিছুদিন যাবৎ ভয়াবহ টানাপোড়েন যাচ্ছে। বিচ্ছেদ প্রসঙ্গ উঠলে আমি নিয়মিত ইস্তিখারা করে দুআ করি, অকল্যাণকর হলে যেন আল্লাহ আমার স্বামীকে আমার অন্তর থেকে তুলে নেন। কিন্তু ইস্তিখারার পর আমার সংসারের জন্য ও স্বামীর জন্য ভালোবাসা এবং দুআর তাড়না আরও বেড়ে যায়। মাঝেমধ্যে স্বপ্নে দেখি, আমার স্বামী আমার প্রতি খুবই সন্তুষ্ট আছেন, মন খুলে হাসছেন অথবা আমার দিকে দয়ার্দ্র স্নেহশীল দৃষ্টিতে তাকিয়ে আছেন।
আলহামদুলিল্লাহ।
কিছুদিন আগে স্বপ্নে দেখি, একটা উঁচু আমগাছে প্রচুর আম ধরে আছে। উঁচু হওয়া সত্ত্বেও একটা সবুজ আম আমার খুব সহজে নাগালে চলে আসে। আমি তা নিয়ে খেতে শুরু করি। সবুজ হওয়া সত্ত্বেও আম ছিল সুস্বাদু। কিছুটা খেয়ে আমি বাকিটা রেখে দিই (সম্ভবত আমার স্বামীর জন্য)।
স্বপ্নটা দেখার পর আমার মন খুবই উৎফুল্ল হয়ে ওঠে। তাবীর চাইব কি না ইস্তিখারা করি। ইস্তিখারায় মনের তাগাদা অনুযায়ী আমার এক শুভাকাঙ্ক্ষীকে স্বপ্নটা জানাই। তিনি ইবনে সিরীন রহিমাহুল্লাহ থেকে একটা তাবীর আনেন এমন– কোনো বিবাহিত নারীর স্বপ্নে সবুজ আম দেখা তার সংসারের শান্তি, ভারসাম্যপূর্ণতা এবং নিরাপত্তা নির্দেশ করে।
তা দেখে আমি খুবই খুশি হই এবং সুন্নাহসম্মতভাবে লাগাতার আল্লাহর শুকরিয়া আদায় করি।
আমার স্বামী এই তাবীর অস্বীকার করে বলেন এটা এই সংসারের ব্যাপারে না, তালাকের পর নতুন সংসারের ব্যাপারে। উনাকে আমি স্বপ্নই বলিনি কিন্তু তিনি উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে শুরু করেন। যখন আমি জানাই তাঁকে আমি স্বপ্নের কিছুই বলিনি, তখন তিনি চুপ করেন। কিন্তু আমাকে মিথ্যা বলার অপবাদ দিতে থাকেন। কিন্তু আমি কোনো কথাই মিথ্যা বলিনি।
উস্তায, আমি কি আমার স্বপ্নের ব্যাপারে সুধারণা করব? আল্লাহ চাহেন তো এই স্বপ্ন থেকে কি সুলক্ষণ গ্রহণ করব?
আল্লাহর রহমতে আমি একাধিকবার স্বপ্নে রসূল ﷺ-এর দর্শনের সুযোগ পেয়েছি। হাদিসে রসূল ﷺ-এর চেহারা মুবারকের সাথে যা দেখেছি তার সম্পূর্ণ মিল পেয়েছি। এছাড়া আমার স্বপ্ন প্রায়শই হুবহু কিংবা সামান্য পরিবর্তনসহ দ্রুত সত্যি হয়ে যায় মাশাআল্লাহ। তাই আমার স্বপ্নগুলোকে আমি কখনোই অবহেলা করি না। এমনকি ভালো স্বপ্ন দেখলেও প্রথমে সেই স্বপ্নের অকল্যাণ থেকে মুক্তি চেয়ে নিই আল্লাহর কাছে।
উক্ত স্বপ্নের ব্যাপারেও আমি সুধারণাই রাখতে চাচ্ছি। আমি একদমই চাই না আমার সংসারটা ভেঙে যাক। তালাক দেব আজ দেব কাল দেব শুনতে শুনতে আমার অন্তরটা ভেঙে যাচ্ছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে সময়ে সময়ে কারও কথা, কুরআনের আয়াত, স্বপ্ন ইত্যাদি বিষয়ের মাধ্যমে আমি মনোবল খুঁজে পাই, নতুন করে দুআ ও আমলে লেগে পড়ি।
এই মুহূর্তে একটা ভালো কথা আমার খুবই দরকার উস্তায। আল্লাহ তা‘আলা তো আপনাদের ঈলমের নিয়ামত দান করেছেন, সেখান থেকে কিছু আশাব্যঞ্জক কথা দেওয়া যায় কি আল্লাহর এই বান্দীকে?
.جزاك الله خيرا في الدارين