আসসালামু আলাইকুম। আমার এক বান্ধবী কিছু জটিল পরিস্থতি দিয়ে যাচ্ছে বেশ কিছু দিন ধরে। তার ইবাদত করতেও বাধা আসে কিছু কারনে। যেমন নামাজ। হঠাৎ যে তার স্বামী কে বলতে লাগল আমি যদি কোনো ধর্মই পালন না করি, সে বাবার বাড়িতে থাকে, তার স্বামী কে সব মেসেজ এ বলেছে। তার স্বামী বলে তার মানে কি, আমার ঘরে আসবা কিভাবে,,,তুৃমি কি মুসলিম থাকবা না?,,,,, আসলে পরিস্থিতিতে পরে শয়তান এর ওয়াসওসায় এমন বলেছে। কিন্তু তার মনে আল্লাহ র পৃরতি যে বিশ্বাস, রাসুলের প্রতি বিশ্বাস এগুলা কথা বলার সময় ও ছিল। এরপর ইমিডিয়েটলি রিয়েলাইজ করে মাফ চেয়েছে,আল্লাহ র কাছে,,,, এখন সে কি ফাসেক হয়েছে,আর তার বিয়ে কি রিনিউ করা লাগবে?