বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসলমানদের চরিত্র এমন হতে পারবে না যে,তাদের কথাবার্তায় অনর্থকতা ও অশ্লীলতা থাকবে।
عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الفَاحِشِ وَلاَ البَذِيءِ.
রাসূলুল্লাহ সাঃ বলেন,মু'মিন কখনো দোষ বর্ণনাকারী, লা'নতকারী,অশালীন বাক্যালাপকারী এবং বেহায়া হতে পারে না।(সুনানু তিরমিযি-১৯৭৭)
সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য উচিৎ সকল প্রকার মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা।এবং এর ধারেকাছেও না ঘেষা। কেননা যে ব্যক্তি সীমান্তরেখা বরাবর হাটবে,তার জন্য আশংকা থাকে যে সে সীমান্তরেখা পার হয়ে বিপথগামী হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"ওকে বললাম, তোমার মা আরেকজনের সাথে ভেগে গেছে।"
আস্তাগফিরুল্লাহ। নিজ সন্তানকে শান্তনা দেওয়ার মত কি আর কোনো শব্দ এই পৃথিবীতে নাই। এরকম অপবাদমূলক কথা দ্বারা শান্তনা দেওয়া কখনো কোনো মু’মিনের কাজ হতে পারেনা। এই শব্দ উচ্ছারণের কারণে যদিও তালাক হবে না। তথাপি এটা গোনাহের শব্দ। তাই তাওবাহ ও ইস্তেগফার করতে হবে।