১.কারো কাছে যদি শুধুমাত্র দুই ভরি স্বর্ণ থাকে, কোন রুপা না নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য না থাকে। তাহলে কি তার ওপর যাকাত ফরজ হবে? এখন তো দুই ভরি স্বর্ণের দাম প্রায় 2 লক্ষ টাকা।
২.স্বর্ণের যাকাত যোগ্য মূল্য কোনটা? এক ভরি স্বর্ণ এখন বিক্রয় করলে সে যে টাকাটা পাবে সেটাই কি যাকাতযোগ্য মূল্য?
৩. ২০২১ সালের সেপ্টেম্বরের দুই ভরি স্বর্ণের মালিক হই। এবং নভেম্বর মাসে আমার কাছে ২০ হাজার টাকা আসে আমার আম্মু আমাকে দেয়। এই টাকা আমি কিছু কিছু খরচ করতে থাকি এবং এক বছর পূর্ণ হওয়ার আগেই সব টাকা খরচ হয়ে যায়। তাহলে শুধু দুই ভরি স্বর্ণ থাকার কারণে কি আমার উপর যাকাত ফরজ হয়েছিল? আমি জানতাম শুধ স্বর্ণ সাড়ে সাতভরি এর কম থাকলে যাকাত দিতে হয় না তাই যাকাত দেইনি।
২০২৩ সালে আমার কাছে দুইভরি স্বর্ণ এবং পঞ্চাশ হাজার টাকা ছিল। এই টাকা থেকে কিছু কিছু টাকা আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে খরচ করেছি। খরচ করার পরও আমার কাছে কিছু টাকা ছিল কিন্তু ঠিক কত টাকা ছিল সঠিক মনে নাই। ১৫ হাজার বা তার চেয়ে বেশি কিছু টাকা ছিল। তাহলে তখন কি আমার যাকাত ফরজ হয়েছিল? এক্ষেত্রে কোন মাসে আমার যাকাত বছর পূর্ণ হয়েছে এবং কত টাকা যাকাত হয়েছিল? আমিতো যাকাত আদায় করিনি। এখন আমাকে অনাদায়ী যাকাত আদায় করলে কি ওই সময়ের স্বর্ণের দাম হিসাবে যাকাত আদায় করতে হবে?
যাকাত যদি ফরজ হয়ে থাকে আমার উপর কি কুরবানী ও ওয়াজিব হয়েছিল। কুরবানী ওয়াজিব হয়ে থাকলে আমি এই অনাদায়ী কুরবানী কিভাবে আদায় করব?
২০২৪ সালে একই অবস্থা। দুইভরি স্বর্ণ ও ৭-৮ হাজার টাকা ছিল আমার কাছে। এক্ষেত্রে আমার উপর যাকাত ফরজ হয়েছিল?
এবং ২০২৫ সালে যদি আমার কাছে যদি শুধু স্বর্ণ থাকে এবং এক টাকাও নগদ অর্থ না থাকে তাহলে কি আমাকে যাকাত দিতে হবে?
৪.আমার কাছে যদি শুধুমাত্র দুই ভরি স্বর্ণ থাকে এক টাকাও নগদ অর্থ না থাকে তাহলে কি আমাকে কুরবানী দিতে হবে?
৫. যাকাত এর টাকা কি ফিলিস্তিনিদের দেয়া যাবে? অর্থাৎ গাযা এর মানুষের জন্য পাঠানো যাবে?