আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
49 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
আসসালামু আলাইকুম
১) বেদীন কাওকে বিয়ে করলে কি গুনাহ হবে? যেহেতু হাদিসে দীনদারিতাকে প্রাধান্য দিতে বলা হয়েছে?

 ২) মেয়েরা কি মাথার চুল ঢেকে পাত্রপক্ষের সামনে সালোয়ার কামিজ পড়ে যেতে পারবে?
৩) পর-পুরুষের সামনে সালোয়ার কামিজ পড়া অবস্থায় থাকলে পর্দা কি হবে মেয়েদের?
৪) মেয়েরা যদি কালো রঙ ছাড়া অন্য যেকোনো রঙের যেকোনো এক রংঙের বোরকা পড়ে সেক্ষেত্রে কি পর্দা হবে?
৫) অনেক বোরকা আছে এক রংঙের না, একটু আধটু ডিজাইন করা আছে, এগুলো মেয়েরা পড়ে কি বাইরে যেতে পারবে? নাকি এতে পর্দা হবেনা?

 ৬) মেয়েরা কি তার নিজ মামা বা মামা শ্বশুর কে দেখা দিতে পারবে? তাদের সাথে কি টুকটাক কথা বার্তা যেমন:- কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন কিনা? এই ধরণের কথাবার্তা বলতে পারবে?
৭) স্ত্রী যদি গান শুনে, পর্দা না করে ইসলামি বিধান পুরপুরি মেনে চলার চেষ্টা না করে সেক্ষেত্রে কি স্বামীর গুনাহ হবে? যদি স্বামী তাকে এসব থেকে দূরে থাকতে বলে তবুও স্ত্রী যদি বিরত না থাকে তাহলে? তারপর ও স্ত্রী পর্দা না করলে, পর্দা ছাড়া বাইরে গেলে স্বামী কি দাইয়্যুস হবে?
৮) অনেক মেয়ে আছে যারা মাস্ক পড়ে মুখ ঢেকে রাখে, আর বোরকা পড়ে, এক্ষেত্রে সেই মেয়েদের কি পর্দা হয়? যেহেতু মাস্ক পড়লে অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের চেহারা আকর্ষণীয় হয়ে উঠে সেক্ষত্রে?

 ৯) বর্তমানে তো কেউ-ই পুরোপুরি প্র‍্যাক্টিসিং মুসলিম নয়। জেনেশুনে এমন কোনো মেয়েকে বিয়ে করা উচিত হবে? যদি এমন হয়- মেয়ে হয়তো নামাজ/রোযা আদায় করে, তবে হয়তো গান শোনার অভ্যাস আছে বা পর্দা বলতে হয়তো শুধু বুঝে যে মুরুব্বিদের/পুরুষের সামনে পড়লে মাথায় কাপড় দেয়, এমনিতে সব সময় শালীন পোশাক পড়ে গ্রামের অধিকাংশ মেয়ে যেমন হয় আর কি, এমন কাওকে বিয়ে করা উচিত হবে কিনা?
১০) আমার ৯ নং প্রশ্নের আরেকটা প্রশ্ন, স্ত্রী যদি বিয়ের পর ও সেই গান শোনা বাদ না দেয়, বা পুরোপুরি শরয়ী পর্দা না করে, এক্ষেত্রে কি স্বামীর গুনাহ হবে? যদি স্বামী বাধা দেয় তবুও স্ত্রী যদি না শুনে তাহলে?

১১) এমন কারো সাথে বিয়ে হয়ে গেলো, যে বিয়ের আগে তার আওব খুটিনাটি জানা গেলোনা, এম্নিতে সৎকাজ করে, সালাত, রোজা ঠিকই করে, তবে হারাম থেকে বেচে থাকেনা, এমন কারোর সাথে বিয়ে হয়ে গেলে,  সেই স্ত্রী গান শোনা প্রভৃতির মতো গুনাহে জড়ালে স্বামীও কি গুনাহগার হবে? স্বামী যদি বাধা দেয়, তবউও স্ত্রী যদি না শোনে?

1 Answer

0 votes
by (641,160 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বে-দ্বীন কাউকে বিয়ে করলে গুনাহ হবে না। 

(২) মেয়েরা মাথার চুল ঢেকে পাত্রপক্ষের সামনে সালোয়ার কামিজ পড়ে যেতে পারবে।

(৩) পর-পুরুষের সামনে সালোয়ার কামিজ পড়া অবস্থায় থাকলে পরিপূর্ণ পর্দা হবে না। 

(৪) মেয়েরা যদি কালো রঙ ছাড়া অন্য যেকোনো রঙের  বোরকা পড়ে, সেক্ষেত্রে পর্দা তবে। তবে আকর্ষণীয় হলে পরিপূর্ণ পর্দা হবে না।

(৫) অনেক বোরকা আছে এক রংঙের না, একটু আধটু ডিজাইন করা আছে, এগুলো মেয়েরা পড়ে বাইরে যেতে পারবে। তাবে আকর্ষণীয় হতে পারবে না।  

(৬) মেয়েরা তার নিজ মামার সামনে যেতে পারবে।তবে মামা শ্বশুরের সামনে যেতে পারবে না। মামা শশুড়ের সাথে পর্দার আড়াল থেকে কথা বলতে পারবে। 

(৭)  যদি স্বামী তাকে এসব থেকে দূরে থাকতে বলে তবুও স্ত্রী যদি বিরত না থাকে, তাহলে স্বামী দাইয়্যুস হবে না।

(৮)  মাস্ক দ্বারা পর্দা হবে না। 

(৯) বিয়ে করা যাবে। তবে তাকে পরিপূর্ণ পর্দায় নিয়ে আসার যাবতীয় চেষ্টা করতে হবে।

(১০)  যদি স্বামী বাধা দেয় তবুও স্ত্রী যদি না শুনে, তাহলে স্বামীর গোনাহ হবে না।

(১১) যদি স্বামী বাধা দেয় তবুও স্ত্রী যদি না শুনে, তাহলে স্বামীর গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...