আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
41 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
edited by

আমি আমার স্ত্রীর সাথে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলছিলাম। এক পর্যায়ে আমার স্ত্রী জিজ্ঞেস করে, "আমাকে রেখে তুমি আরেকটি বিয়ে কিভাবে  করবা?"

(আমি ভাবলাম আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছে যে, আমি ওকে বাদ রেখে কি আরেকটি বিয়ে করবো কিনা?)

আমি জবাবে বললাম, আমি তোমাকে রেখে আরেকটা বিয়ে কিভাবে করব?, তুমি  প্রথম স্ত্রী হিসেবে থাকবা। (মানে ওকে বুঝালাম আমি ওকে বাদ দিব না) 

পরে স্ত্রী বলে, "আমি তো থাকার কথাই বলেছি" (মানে ও হয়তো ওর প্রশ্নে বুঝাইতে চেয়েছিল ওকে সাথে রেখে আমি আরো বিয়ে করবো কিনা?/আরো বিয়ে কিভাবে করবো?)

এখন প্রশ্ন হচ্ছে,
ক) আমি যে আমার মত করে ভেবে বললাম "আমি তোমাকে রেখে আরেকটা বিয়ে কিভাবে করব?" এতে কি কোন সমস্যা হবে কিনা?

খ) আমি প্রশ্নটি করার সময়, [ আমি জবাবে বললাম, আমি তোমাকে রেখে আরেকটা বিয়ে কিভাবে করব?, তুমি  প্রথম স্ত্রী হিসেবে থাকবা।] এই বাক্য টি লিখার সময় আন ইন্টেনশনালি [আমি জবাবে বললাম, আমি তোমাকে বাদ রেখে আরেকটা বিয়ে কিভাবে করব?, তুমি  প্রথম স্ত্রী হিসেবে থাকবা।] এই বাক্যটি লিখতে থাকি। মানে বোল্ড করা শব্দটি আন ইন্টেনশনালি লিখি। শব্দ টি লিখার পরেই খেয়াল করি এবং পুরো বাক্য লিখার পরে শব্দটি কেটে বাক্যটি যেভাবে লিখতে চেয়েছিলাম ওইভাবে ঠিক করি।
এভাবে কি কোন সমস্যা হবে?

1 Answer

0 votes
by (73,290 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/106347/  নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

আলহামদুলিল্লাহ!

يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)

সর্বসম্মতিক্রমে তালাকের জন্য নিজের ইচ্ছা বা দৃঢ় মনোভাব থাকা শর্ত। অর্থাৎ এমন শব্দ উচ্ছারণ করা শর্ত যাতে নিজের ইচ্ছার কথা প্রতিফলিত হয়। যদি তালাকের নিয়ত না থাকে, তাহলে তালাক পতিত হবে না।

অন্তরের প্ররোচিকা বা অন্তরের প্ররোচিকা দ্বারা তালাক হবে না। কেননা এখানেতো তালাক শব্দের অর্থকে উদ্দেশ্য নেয়া হচ্ছে না। বরং শিক্ষা বা কাহিনী বর্ণনার উদ্দেশ্যে তালাক শব্দ উচ্ছারণ করা হয়েছে। (আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু-৭/৩৬৮)

,

আরোও উল্লেখ রয়েছে-

لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول: أنت طالق ولا ينوى طلاقا لا تطلق، (فتح القدير، كتاب الطلاق، باب ايقاع الطلاق-4/4)

যদি স্ত্রীর উপস্থিতিতে তালাকের মাস'আলা মাসাঈলকে বারংবার বলা হয়, যেমন স্বামী বলল, তুমি তালাক, এবং এমতাবস্থায় স্ত্রীকের তালাকের উদ্দেশ্য নেই, তাহলে স্ত্রী তালাক হবে না। (ফাতহুল কাদির-৪/৪)

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

উদ্দেশ্যহীনভাবে তালাক শব্দ লিখলে, তালাক শব্দ উচ্ছারণ করলে তালাক হবে না। এখানে যেহেতু স্ত্রীকে তালাক প্রদান উদ্দেশ্য নয়, তাই তালাক হবে না।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 248)

لا يلزم كون الإضافة صريحة في كلامه؛ لما في البحر لو قال: طالق فقيل له من عنيت؟ فقال امرأتي طلقت امرأته… ويؤيده ما في البحر لو قال: امرأة طالق أو قال طلقت امرأة ثلاثا وقال لم أعن امرأتي يصدق اهـ ويفهم منه أنه لو لم يقل ذلك تطلق امرأته، لأن العادة أن من له امرأة إنما يحلف بطلاقها لا بطلاق غيرها

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 294)

وفي الخانية: قالت له طلقني ثلاثا فقال فعلت، أو قال طلقت وقعن…أن طلقني أمر بالتطليق، وقوله طلقت تطليق فصح جوابا والجواب يتضمن إعادة ما في السؤال

البقرۃ آیۃ۲۲۹/۲۳۰

الطَّلَاقُ مَرَّتَانِ (الی قوله) فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ

امداد الفتاوی۲/۴۴۸


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...