আসসালামু আলাইকুম।
আমি একজন কে খুব ভালোবাসি,তাকে বিয়ে করার জন্য পরিবার কে জানাই,কিন্তু তারা সরাসরি না করে দেন এবং তার সাথে যোগাযোগ একদম বন্ধ করে দেন।
পরে আমরা নিজেরা বিয়ে করি,তবে আমার পরিবার আমাকে নিয়ে আসে তার কাছ থেকে এবং পরবর্তীতে আমাকে ব্যাকমেইল করে ডিভোর্স দেওয়ায় কাজীর মাধ্যমে। এক কথায় জোর পূবক ডিভোর্স এর নোটিশ পাঠায় তার কাছে।ডিভোর্স নোটিশ আমার সামি পায়,কিন্তু তিনি কোনো সাইন করেন নি এবং ৩ মাসের মধ্যে আমাদের যোগাযোগ হয়েছে ফোনের মাধ্যমে। আমরা কথা বলতাম,আমাদের মাঝে কোনো সমস্যা ছিল না।
আমি অনেক চেষ্টা করেছি তার কাছে যাওয়ার,তবে পরিবার সব সময় চোখে চোখে রাখতো।
আমি শুনেছি মেয়েরা নাকি ডিভোর্স দিতে পারেনা,সেটা দিলেও নাকি পরবর্তীতে আগের সামি গ্রহন করা যায়,কিন্তু বিয়ে করতে হবে,হিল্লার প্রয়োজন নেই।আমরা আবার হুজুর দিয়ে বিয়ে করেছি প্রায় ২ বছর পর।
আমার প্রশ্ন হলো:
১.আমাদের ডিভোর্স টা কি হয়েছে?
২.আমাদের বিয়ে টা কি হয়নি?আমি কি তার সাথে সংসার করতে পারব না?২ বার বিয়ের সময় কাজি কে জানিয়েছি আমি যে ডিভোর্স দিয়েছি।
(বি.দ্র:বিয়ের কাগজে স্ত্রী তালাক দেওয়ার অনুমতি ছিল,তবে সেটা কাজি আমাদের পরে শুনায় নি।আমরা জানতাম না।আমরা হানাফি মাজহাব মানি।)