আসসালামুআলাইকুম,
জনৈক ব্যক্তির স্বামী ২০১৮ সালে মৃত্যুবরণ করেন,তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি শিক্ষকতা করা অবস্থায় তার দায়িত্ব ঠিকমত পালন করেছেন কিনা,স্ত্রী সে সম্পর্কে কোন তথ্য জানেননা,শুধু এতটুকু জানেন,মাঝে মধ্যে স্কুলে সাইন দিয়ে চলে যেতেন স্কুলের বাহিরে অন্য কোন কাজে,তারপরে আবার স্কুলে ফিরে আসতেন কিনা অথবা ফিরে এসে স্কুলের বাকি কাজ গুলো করতেন কিনা,স্ত্রী জানেননা।
আরেকটি তথ্য জানেন তার স্বামীর সম্পর্কে, সেটা হচ্ছে, বাচ্চাদের পরীক্ষার খাতা তিনি নিজে কখনো দেখতেননা, অন্য আরেকজন দিয়ে দেখাতেন,যাকে দিয়ে খাতা দেখিয়ে নিতেন,অর্থাৎ যার মাধ্যমে খাতায় নাম্বার দেয়া হত,তাকে এর বিনিময়ে টাকা দিয়ে দিতেন।
(প্রশ্ন) এখন প্রশ্ন হচ্ছে, তার স্বামী সরকারী চাকরী করা অবস্থায় তার জানামতে উপরে উল্লেখিত দায়িত্বগুলো অবহেলা করেছেন,আর কোন দায়িত্ব অবহেলা করেছেন কিনা সেটা স্ত্রী জানেননা, তাই স্বামীর মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে স্ত্রীকে যে ৮ লক্ষ টাকা দেওয়া হয়,সেটা স্ত্রী নিয়েছেন,এছাড়াও স্বামীর মৃত্যুর পর আরও অনেক ভাতা পেয়ে মোট ১৪ লক্ষ টাকা পেয়েছেন স্ত্রী। এখন স্ত্রীর এই টাকা গুলো নেওয়া কি জায়েজ হয়েছে??
দয়া করে জানাবেন