আসসালামু আলাইকুম
কয়েক বছর আগে একজন আমাকে তার হারাম উপার্জনের টাকায় স্বর্ণ উপহার দিয়েছিলো, যিনি স্বর্ণ গিফ্ট দিয়েছিলেন তার সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে, তিনি এটার বিনিময় মূল্য ফেরত নিতে রাজি হয়েছেন,
১.তাকে এভাবে টাকা ফেরত দিলে কি স্বর্ণ টা আমার জন্য হালাল হবে?
২.সেক্ষেত্রে বর্তমান মূল্য ফেরত দিতে হবে নাকি কয়েক বছর আগে যখন গিফ্ট করেছিলেন তখনের মূল্য ফেরত দিলেই হবে??
(আগেও প্রশ্ন করেছি কিন্তু এভাবে তাকে টাকা ফেরত দিলে হালাল হবে কিনা এটার উত্তর পাইনি তাই আবার প্রশ্ন করলাম)