আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকতুহু। প্রশ্ন* হুজুর আমার স্ত্রী স্বপ্ন দেখেছে যে আমার স্ত্রীর পিতা মাতা আমার স্ত্রীকে আমার কাজ থেকে নিয়ে গিয়েছে। তারপর আমার স্ত্রীকে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছে বিয়ে হয়ে যাবার পর আমার স্ত্রী ভিডিও কলে সেই ছেলেটিকে দেখে কিন্তু আমার স্ত্রীর সেই ছেলেটির পছন্দ হয়নি। তারপর আমার স্ত্রী কান্নাকাটি করে যে আমি আমার আগের সামির কাছে ফিরে যাবো কিন্তু প্রথমে আমার স্ত্রীর পরিবার মেনে নিতে চাইনি। তো আমি আমার স্ত্রীর বাবার বাসার আসে পাসে ঘোরা ফেরা করছিলাম সেটা দেখে আমার স্ত্রী আমার কাছে চলে আসে এবং আমি ও আমার স্ত্রীকে মেনে নিয়েছি। তো হুজুর এই স্বপ্নর ব্যাক্ষা কি হতে পারে। এছাড়া আমার এক ছোট ভাই ও একদিন স্বপ্ন দেখেছে যে আমি আর আমার স্ত্রী আলাদা হয়ে গিয়েছি এই স্বপ্নর ও বা কি ব্যাক্ষা হতে পারে।