আসসালামুআলাইকুম আমেরিকার কোম্পানি Amazon এর পণ্য ফেসবুক এর মাধ্যমে তাদের পন্য বিক্রি করার জন্য মার্কেটিং করা কি হালাল হবে?পন্যের মধ্যে বেশিরভাগ রয়েছে ইলেকট্রিকাল পন্য, ঔষধ ,কসমেটিক পন্য যেখানে নারী ছবি প্রদর্শিত, এছারাও নারী ও পুরুষ এর ভিতরে এ পরিধান কাপর, সেখানেও নারী ও পুরুষদের দেহ প্রদর্শিত হচ্ছে। যেহেতু বর্তমান সময়ে আমেরিকা ফিলিস্তিনি দের ওপর জুলুম এ সরাসরি যুক্ত। তাই আমার কি এই আমেরিকার কোম্পানি Amazon এর পণ্য ফেসবুক এর মাধ্যমে বিক্রি করার জন্য মার্কেটিং করা হালাল হবে? ফেসবুক এর মাধ্যমে বিক্রি করার জন্য মার্কেটিং করা উপার্জিত টাকা কি হালাল হবে?আমি যদি কসমেটিক পন্য যেখানে নারী ছবি প্রদর্শিত, এছারাও নারী ও পুরুষ এর ভিতরে এ পরিধান কাপর, সেখানেও নারী ও পুরুষদের দেহ প্রদর্শিত হচ্ছে এইসব পন্যের মার্কেটিং না করি , শুধু ইলেকট্রিকাল পন্য, ঔষধ এইসব পন্যের মার্কেটিং করি তাহল এ কি হালাল হবে? যদিও আমেরিকা দেশটি ইসরায়েল এ কে সরাসরি ফিলিস্তিনির ওপর জুলুম হত্যা তে সাহাজ্য করছে। একজন মুসলমান হিসেবে আমার জন্য কি হালাল হবে আমেরিকা দেশের Amazon কোম্পানি এর পণ্য ফেসবুক এর মাধ্যমে তাদের পন্য বিক্রি করার জন্য মার্কেটিং করা? তা থেকে টাকা উপার্জন করা?