আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহূ।উস্তায,আমার মাসিকের সাধারণ অভ্যাস ১০ দিন ১০ রাত।
২৪ জানুয়ারি মাসিক শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয় এবং ৩ ফেব্রুয়ারি গোসল করে পবিত্রতা অর্জন করি।
১৮ ফেব্রুয়ারি তে আবার মাসিক হয় এবং ৩ তারিখের পর থেকে গণনা করলে ১৮ তারিখ হয় ১৫ নম্বর দিন।
দুই মাসিকের মাঝে তো পবিত্রতার সময় ন্যূনতম ১৫ দিন থাকতে হয়। এমতাবস্থায় ১৫ নম্বর দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির রক্তস্রাব কি মাসিক হিসেবে গণ্য হবে?
১৮ ফেব্রুয়ারি তারিখে আমার উপর নামাজ, রোজা, কুরআন এর হুকুম শরিয়ত অনুযায়ী কী হবে?
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারির মাসিক ১০ দিন ১০ রাত স্থায়ী হয়েছিল, মাসিকের সাধারণ অভ্যাসের মতো।