আসসালামু আলাইকুম,
১.আমি একজনের পক্ষ থেকে প্রশ্নটি জানতে চাচ্ছি। করপোরেট অফিসে পুরুষদের চাকরি করা কি জায়েজ যেখানে নন মাহরাম মহিলা থাকে এবং যথাযথ পর্দা মেইনটেইন করেনা। এরকম অফিসে চাকরির জন্য ছেলেদের করনীয় কি?
২.কোনো পুরুষ কি অফিসিয়াল কার্টেসি মেইনটেইন করার জন্য মহিলা কলিগ কে ইদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ দিতে পারবে কিনা?( উল্লেখ্য শুধুমাত্র ইদ কার্ড, অন্য কোনো মেসেজ নয়)