জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
স্বর্ণের পাত্র ব্যবহার কঠোর শাস্তির কথা হাদীসে এসেছে।
উম্মে সালামা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«إِنَّ الَّذِي يَأْكُلُ أَوْ يَشْرَبُ فِي آنِيَةِ الْفِضَّةِ وَالذَّهَبِ، إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ»
“যে ব্যক্তি রূপা ও সোনার পাত্রে খাবে কিংবা পান করবে সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢক ঢক করে ঢুকিয়ে দিচ্ছে”।
(মুসলিম ২০৬৫)
এ বিধান খাবারের পাত্র সহ যেকোনো ধরনের সোনা-রূপার পাত্রের জন্য প্রযোজ্য। যেমন-প্লেট, ডিস, কাঁটা চামচ, চামচ, ছুরি, মেহমানদারীর জন্য প্রস্তুত খাদ্য প্রদানের পাত্র, বিবাহ ইত্যাদিতে মিষ্টি প্রভৃতি পরিবেশনের ডালা বা বারকোশ ইত্যাদি।
যদি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য এসব পাত্র বানানো হয়,ব্যবহারের জন্য নয়, হারামের পথ রুদ্ধ করার জন্য তাদের উক্ত কাজও অনুমোদনযোগ্য নয়।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
পানাহার ব্যতীত অন্য কোনও কারণে স্বর্ণের থালা বানানোও জায়েজ হবেনা।
(০২)
হারামের পথ রুদ্ধ করার জন্য তাদের উক্ত কাজও অনুমোদনযোগ্য নয়।
(০৩)
প্রশ্নের বিবরণ মতে কোনো পুরুষকে স্বর্ণ হাদিয়া দেওয়া জায়েজ। একইভাবে কোনও পুরুষ নিজের সম্পদ হিসেবে স্বর্ণ কিনতে পারবে।
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ।
স্বর্ণের মালিক হওয়া বা স্বর্ণ ক্রয় করা নিষেধ নয়।
(০৪)
জায়েজ নেই।
বিস্তারিত জানুনঃ-