আসসালামু আলাইকুম ওস্তাদ।
একটি বিষয়ে আমি খুবই কনফিউজড। নিজেকে যদি প্রশ্ন করি যে, আমি কি কোনো হারাম সম্পর্কে ছিলাম? সঠিকভাবে উত্তর পাইনা,হ্যা নাকি না?
২০১৯ এ আমার একজনকে পছন্দ ছিল।প্রথমত সেই বলেছিল পছন্দ করে। আমি তখন অটল ছিলাম রাজি হবো না। কিন্তু কয়েক মাসের মাথায় আমিও বলে দেই। এর মাঝে অন্যসব হারাম সম্পর্কের মতো কিছুই হয়নি। পরিচিত ছিল বিধায়,ফোনে মেসেজে কথা হতো। এরপর যখন আমিও রাজি হই, ২মাসের মতো কথা হয় এবং আমি জানাই যে,কথা বলা অফ থাক,এবং সে যেন চাকরি পেলে পরিবার নিয়ে আসে। সে রাজি হলেও,কথা বলা অফ করতে চায়নি,করেওনি। এভাবে কিছুদিন যাওয়ার পর,আমার আম্মু দেখতে পায় মেসেজ এবং এ নিয়ে আমাকে শাসন করেন। আমি যে ভুলে আছি, আমি বুঝতে পারলেও ভুলা কঠিন ছিল। তাকেও জানাইনি যে কী হয়েছে,শুধু হঠাৎ করে না করে দিয়েছি। কারণ,আমার আম্মুর শিক্ষা এমন ছিলনা যা আমি করছিলাম।আমি অনুতপ্ত ছিলাম। এরপর কয়েক মাস পর আবার কথা হয়,তবে খুবই কম। এরপর ২০২০ এর করোনা এবং এরপর সব বন্ধ। কারণ ছিল, আমি তার সাথে কথা বলতাম না,সময় দিতাম না, যোগাযোগ রাখতাম না,তাকে ইসলামের দিকে আরও ফিরে আসতে বলতাম, বিয়ের জন্য কথা অফ রাখতে চাওয়াকেও তার বাহানা মনে হলো। বরং,আমি চাচ্ছিলাম,হারাম বাদ দিয়ে তাকেই হালাল করা পর্যন্ত অপেক্ষা করতে। কিন্ত আমি ভুলে গেছিলাম যে,হারাম ও হালাল একসাথে অসম্ভব। বলা বাহুল্য, শুধু যা কথা তখন হতো,ফোনেই হতো। আর পরিচিত বিধায় দুজন সামনাসামনি হলেও পরিবার থাকতো আশেপাশে। এছাড়া কখনই কোনো ছবি আদান প্রদান বা একসাথ কোথাও বের হওয়া বা কলের পর কলে কথা বলা বা বর্তমান হারাম সম্পর্কে যা হয়,তার কোনো কিছুই হয়নি।মূলত,এসব কারণেই আমাকে আর পছন্দ হচ্ছিল না তার।
কিন্তু,আলহামদুলিল্লাহ তখন যা যা থেকে বিরত ছিলাম। তবে, ঐ কথা বলাটাও গুনাহ ই ছিল।
প্রশ্ন হচ্ছে, আমি কি তাহলে আসলেই হারাম সম্পর্কে ছিলাম? নাকি একে শুধু মোহ বলবো? কারণ,কথা ছাড়া আর কিছুই করিনি,আল্লাহ ভালো জানেন। তবে,দুয়া করতাম অনবরত হালাল করার জন্য, যা ভুল ছিল। তবে,অনেক আগেকার কথা হলেও গুনাহ টা যেন এখনো জীবিত আমার মধ্যে,যার অনুতাপ আছে।
১.আমি কি তাহলে সম্পর্কে ছিলাম? (নাউজুবিল্লাহ)
২.কাউকে পছন্দ হওয়াটা এবং তাকে এটা জানানো মানেই কি সম্পর্কে যাওয়া?
৩.মূলত,যখন কোনো ম্যাট্রিমনি বায়োডাটা তে দেখি যে,তিক্ত অতীত নেই বা হারাম সম্পর্কে ছিল এমন কেউ নক করবেননা লিখা থাকে। তখন প্রশ্ন আসে যে,আমি কি ছিলাম?
যা ছিল,তা তাহলে কী ছিল?
৪. আমার পরিবারকে কী ঐসব বায়োডাটা তে নক করতে বলা ঠিক হবে? যদিও আমি পড়েছিলাম যে,গুনাহের কারণে অনুতপ্ত হলে,সে যদি চায় কেউ না জানুক, তাহলে সে যেন নিজেও কাউকে বলা থেকে বিরত থাকে!
৫.কিন্তু,এটা কি ধোকা হবে? যদি না জানিয়ে নক দেওয়াই?
৬.সবকিছু অনেক আগেই পেছনে ফেলে এসেছি আলহামদুলিল্লাহ। এখন আমি শুধু প্রকৃত ইসলাম পালনে মনোযোগ দিয়ে যাচ্ছি এবং পর্দা সহ সকল নীতি পালনে চেষ্টায় আছি যা৷ আল্লাহ পছন্দ করেন। এখন কী করা উচিত?
আল্লাহ মাফ করুন!