আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম,
কাজী সাহেব সাক্ষীদের উপস্থিতিতে তিনটি কাজ করেন-
১)প্রথমে স্বামীকে পড়ান- আমি আমার স্ত্রী কে খুলা তালাক দিলাম।আমি আমার যাওযিয়ত থেকে আমার স্ত্রীকে মুক্ত করে দিলাম।আমি তাকে আর স্ত্রী বলে দাবী করবো না।(উল্লেখ্য এখানে স্বামী ১ তালাকের নিয়ত করে কথাগুলো বলেছিলো)
২) তারপর কাজী আমার স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীকে পড়ান আমি নিজের ওপর এক,দুই,তিন তালাক পতিত করলাম।(উল্লেখ্য,কাবিনের ১৮ নম্বর কলামে তালাকের অধিকার দেয়া ছিলো।কয় তালাকের অধিকার তা অবশ্য উল্লেখ ছিলো না।)
৩)সবশেষে কাজী সাহেব খোলা তালাক নামায় স্বামী-স্ত্রী দুজনের স্বাক্ষর নেন।কিন্ত সেখানে শুধু লিখা ছিলো-আমাদের একে অন্যের কাছ থেকে কোন দাবি দাওয়া নেই।সব বুঝে পেলাম।তালাকের কথা লিখা ছিলো না।
***এমতাবস্থায়, আমার প্রশ্ন হলো, মোট কয় তালাক হয়েছে?
>>>১ নম্বরে উল্লিখিত বর্ণনা মতে, প্রথমে স্বামী কাজী সাহেবের কথা অনুযায়ী যা পড়েছে, তাতে তো এক তালাকে বাইন পতিত হওয়ার কথা(কিনায়া বাক্য যেহেতু)।তাই,এরপর ২নং, ৩নং পদ্ধতির তালাকও কি পতিত হবে?স্বামী কি এখন তার স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারবে?