ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বেপর্দা ছবিতে লাইক কিংবা লাভ রিঅ্যাক্ট দেয়া যাবে না। দিলে অবশ্যই গোনাহ পছন্দের পাপ হবে।
কেউ এমনটা করলে তাকে অবশ্যই নিষেধ করা হবে। নিষেধ করার ফলে যদি কেউ বলে, আমার হিসাব তো তোমাকে দিতে হবে না। তুমি তোমার হিসাব করো। তোমার মত হাজি সাব হওয়ার আমার দরকার নাই। এক্ষেত্রে ঐ ব্যক্তির সাথে তর্কে না জড়িয়ে বরং তাকে হেকমত ও প্রজ্ঞার সাথে বুঝাতে হবে।
আল্লাহ তা'আলা বলেন:
ﺍﺩْﻉُ ﺇِﻟِﻰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ ﻭَﺟَﺎﺩِﻟْﻬُﻢ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ( ﺍﻟﻨﺤﻞ : ١٢٥)
আপনি আপনার প্রতিপালকের দিকে আহবান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা এবং সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সাথে উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক করুন। (সূরা নাহল: ১২৫)