হুজুর আমি হয়তো বুঝাতে পারি নি।পায়ের গোড়ালি থেকে ১ বিঘা উপরে বাট হাঁটুর নিচে।মানে গোড়ালি থেকে উপরে অনেক খাল খালি জায়গার দিকে শ্বশুড় তাকিয়ে ছিলো।এতে কি কোন সমস্যা হবে?এটা তো গোড়ালি না,তার থেকেও উপরে,পশওয়ালা জায়গাটা।বাট হাঁটুর নিচে।এতে কি কোন প্রবলেম হবে?আল্লাহ না করুক কোন খারাপ চিন্তা যদি থাকে।