আসসালামু আলাইকুম
আমি গতকাল রাতে স্বপ্নে দেখি আমি এবং আরও ৩ জন মেয়ে একটা খুব সুন্দর বাগানে ঢুকেছি,বাগানে নানা ধরনের লাল ও সাদা ফুল, আমি ৩ টা ফুল দেখলাম সাদা রঙের আমি হাতে নিয়েছি,আবার দেখলাম ১ টা লাল রঙের ফুল গাছ থেকে ছিড়ে নিয়েছি আর এক জন মেয়েকে বলছি যে আমি এই ফুল টা কানে সাজাই তুমি আমার ছবি তোল,যে মেয়ে ৩ জন কে দেখেছি তারা অপরিচিত ছিল।
আবার দেখলাম একটা লাল রঙের ষাড় বাছুর, আর বাছুর টা খুবই সুন্দর ও স্বাস্থবান আমি তাকে অনেক আদর করছি আর বাছুর টা আমার,
প্লিজ অভিজ্ঞ মুফতি ভাইয়েরা আমার স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করে দিবেন
বি দ্র: আমি একজন অবিবাহিত প্রেক্টেসিং মুসলিমাহ,
স্বপ্ন যেভাবে ব্যাখ্যা করা হয় তা সেভাবে ই বাস্তবায়িত হয়।
আমি এর আগে স্বপ্নে দেখি একটা গাছ থেকে আমার হাতে মধু পরছে৷ পরবর্তীতে একজন মুফতি ব্যাখ্যা করেন যে আমার হাতের কাজের অনেক সুনাম হবে আমি যে কাজ ই করি তা প্রশংসনীয় হবে।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ব্যাখ্যা টা বাস্তবায়িত হয়েছে।আমার হাতের যে কোন কাজ ও মানুষজন অনেক প্রশংসা করে।
তাই প্লিজ ভালো ব্যাখ্যা করে দিবেন ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহ খাইরান