আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম।
আমার ফ্যামিলির থেকে চাপা দেয়া হচ্ছে বিদেশে যাওয়ার জন্য। এখন বিদেশ নিতে হলে আমাকে স্টুডেন্ট ভিসায় নিতে হবে আমার প্লান হল পড়ালেখা না করে যেকোনো ইনকাম সোর্স খোজা । এখন তথ্য ব্যবস্থায় আমাকে দুই বছর পড়ালেখার গেপ পূরণ করার জন্য এজেন্সি মিথ্যা কথা বলবে। এখন আমার জন্য কি এইভাবে
১।এজেন্সির মাধ্যমে বিদেশ গেলে আমার গুনাহ হবে
২. আমি পড়ালেখার বিষয় গিয়ে পড়ালেখা না করলে কি গুনাহ হবে?
3. হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু যে দোয়াটা দায়ীদের জন্য সেই দোয়াটা হরকত সহ লিখে দিলে ভালো হতো।

1 Answer

0 votes
by (641,250 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিম দেশে বসবাস, স্থায়ী হোক বা অস্থায়ী হোক, যখন এ এমন আলোচনা আসে, তখন তাদের ধর্মীয় নিয়ম নীতি বা তাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন আসে?
তাছাড়া হাদীসে এসেছে,
আবু দাঊদ শরীফে হযরত সামুরা ইব্ন জুনদুব (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ স. ইরশাদ করেন :
ﻣﻦ ﺟﺎﻣﻊ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻭﺳﻜﻦ ﻣﻌﻪ، ﻓﺎﻧﻪ ﻣﺜﻠﻪ –
“যে ব্যক্তি অমুলিমদের সাথে চলাফেরা করবে এবং তাদের সাথে বসবাস করবে, সেও তাদের অনুরূপ হবে”। (আবু দাঊদ, কিতাবুদ্দাহায়া) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3447


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেখানে বিশেষভাবে অমুসলিম দেশে বাস্তবিক পড়াশোনা করতে বা বসবাসের জন্য যেতে হলেও বিভিন্ন শর্তাবলি রয়েছে। সেখানে মিথ্যা বলে যাওয়া কখনো অনুমোদিত হতে পারে না। বরং দেশেই উপার্জনের ব্যবস্থা করতে হবে। হ্যা, যদি কেউ দাওয়াহর নিয়তে অমুসলিম দেশ সমূহে যেতে চায়, তাহলে রুখসত থাকবে।

মুসলিম দেশ সমূহেও মিথ্যা বলে যাওয়া জায়েয হবে না।

(১) এজেন্সির মাধ্যমে বিদেশ গেলে, যেখানে এজেন্সি মিথ্যা বলবে, আপনার জানা রয়েছে। এক্ষেত্রে আপনার গুনাহ হবে। 
(২) পড়ালেখার ভিসা গিয়ে পড়ালেখা না করলে গুনাহ হবে না। তবে প্রথম থেকেই ধোকা দেয়ার নিয়ত থাকলে যাওয়াও জায়েয হবে না।
(৩)হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর দুআ পড়তে পারেন। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মশক করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হ আমার দিকে মুখ খুলে রেখেছে। যখন আনাস (রা)-এর মৃত্যুর সময় হল তখন তাঁর ভাইদেরকে তিনি ঐ দু'আ শিক্ষা দিয়েছেন।(শামায়েলে কুবরা-২/২৮০,)

 দোয়াটি এই,

(بسم الله الرحمن الرحيم. بسم الله خير الأسماء. بسم الله رب الأرض والسماء. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء أذى. بسم الله افتتحت وبالله ختمت وبه أمنت. بسم الله أصبحت، وعلى الله توكلت. بسم الله على قلبي ونفسي. بسم الله على عقلي وذهني. بسم الله على أهلي ومالي. بسم الله على ما أعطاني ربي. بسم الله الشافي. بسم الله المعافي. بسم الله الوافي. بسم الله الذي لا يضر مع أسمه شيء في


২।  আমার পারিবারিক সাপোর্ট নাই দেশে আয় রোজগারের জন্য। তাই দেশে কোন সুযোগ করতে পারছি না। আর বিদেশে গিয়ে পড়াশোনা করলে সেখানের কালচারের সাথ মিশলে আমার দ্বীনের ক্ষতি হবে। তবে আমার দাওয়াত এর কাজ করার জন্য মন প্রস্তুতি আছে। আলহামদুলিল্লাহ।  এখন আমার জন্য কি করণীয়?? 
by (641,250 points)
আপনার পাশের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মশক করে নিবেন।
by (641,250 points)
(২) তাহলে কোনো মুসলিম দেশে পারমিট ভিসায় চেষ্টা করুন।
by
উস্তাদ, তারা ইউরোপ বা লন্ডন ছাড়া অন্য কোথাও অয়াঠাতে রাজি না। ঘিরবথেকে সাপ্প্ররট না দিলে আমি কিছুই করতে পারছি না! আমি অনেক চাপের মধে আছি। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, অমুসলিম দেশেই যাওয়া ছাড়া আর কোন ওয়ে নাই। আমি করণীয় কি। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...