ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিত হয়েছে,
أنا زعيم بيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا، وبيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا، وبيت في أعلى الجنة لمن حسن خلق
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি জান্নাতের ধারে সে ব্যক্তির জন্য একটি ঘরের যিম্মাদার যে ব্যক্তি হকপন্থী হওয়া সত্ত্বেও ঝগড়া ত্যাগ করে। আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের যিম্মাদার যে তামাশা করে হলেও মিথ্যা বলা ত্যাগ করে। আর আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের উঁচু স্থানে একটি ঘরের যিম্মাদার যে তার চরিত্রকে সুন্দর করে। [হাদীসটি পর্যায়ভুক্ত]।(তিরমিজি-(১/৩৫৯), ইবনু মাজাহ (নং ৫১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ওয়াজিব পরিমাণ খরচাপাতি স্বামীর কাছ থেকে যেকোনোভাবে উসূল করার সুযোগ স্ত্রীর রয়েছে। তবে জরুরতের অতিরিক্ত টাকা নিতে গিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করা কখনই শরীয়ত সম্মত হবে না। এজন্য স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে।
"আপনার থেকে এ পর্যন্ত যত টাকা মিথ্যার আশ্রয় নিয়ে নিয়েছিলাম,দয়া করে ক্ষমা করে দিবেন।" এভাবে বললেই হবে।