আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমার পরিবার একটি সাধারণ প্রেক্টিসিং মুসলিম। সম্মানিত শায়েখ আমার পরিবারে রিজিকের টানাপোড়ন নিয়ে আপনার পরামর্শের জন্য প্রশ্ন করা।
আমার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।বিগত বিশ বছর যাবৎ অনেক চেষ্টার পরও আমাদের আর্থিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। অভিযোগের উদ্দেশ্যে নয়,একটি খুবই সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারের আর্থিক অবস্থার ন্যায় চলার মতোও আমাদের সামর্থ্য নেই।বাবা যেই চাকুরী তেই যান সর্বোচ্চ এক বছর পর ছাঁটাই হয়ে যান। বয়সের ভার বেড়ে যাওয়ায় এক আত্মীয়ের সাথে ব্যাবসায় যুক্ত হন।এখন সে ব্যাবসা বন্ধ প্রায়। ব্যাবসায় যেকোনো ডিলিং চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসে হঠাৎ বাতিল হয়ে যায় কারণ ছাড়াই। কিছু বুঝে আসেনা।বাবা থেকে শুরু করে পরিবারের প্রত্যেক সদস্য সম্ভাব্য সর্বোচ্চ দুরুদ,ইস্তিগফার,দোয়া চালিয়ে যাচ্ছেন।
এখন, উস্তায, আমাদের এ অবস্থার দিন দিন অবনতিতে কী ভুল থাকতে পারে এবং করণীয় কী কী হতে পারে? আমাদের আর্থিক উন্নতির জন্য কোনো আমল এবং পরামর্শ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ।জাযাকাল্লাহু খাইরান।