বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফুরকানের ৭৪নং আয়াত সম্ভলিত আ’মল, যা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি। তাহাজ্জুদের নামাযে এই আমলটা করবেন। তা পুরুষ মহিলা যে কেউ করতে পারবে। হয়তো আল্লাহ আপনার দু'আকে কবুল করে নিবেন।
আপনি পিতামাতাকে হেকমতের সাথে বিয়ের জরুরত বুঝানোর চেষ্টা করবেন। নিজের পরিবারের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন, তারা যাতে আপনার মাতাপিতাকে বুঝানোর চেষ্টা করেন। অথবা নিজ পরিবারের কাউকে বলবেন, তিনি যেন, আশপাশের কোনো একজন মুরুব্বিকে সাথে নিয়ে আপনার পিতামাতাকে বুঝানোর চেষ্টা করেন। আমলগুলোও করুন। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন।আমীন।জাযাকুমুল্লাহ।