আসসালামু আলাইকুম
১।ব্যাংকের চাকরি তো হারাম তাহলে এজেন্ট ব্যাংকিং এ লোন নেয় মানুষ এই লোনগুলোর ডকুমেন্ট কাগজপত্র গুলোকে কপি করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে হবে এই কাজটা কি হালাল হবে নাকি হারাম?
বিদ্র: যে চাকরি করবে তার অন্য অপশন নেই পরিবার চাপ দিচ্ছে
২। একজন মানুষ যে জীবিত অবস্থায় কোনোদিন নামাজ রোজা করেননি। মারা যাবার পর তার কাফফারা কি হবে? উনার স্ত্রী জীবিত, দুজন ছেলে আছে। তাদের আলাদা সংসার রয়েছ। কাফফারা আদায় কে করবে? অসিয়ত ও করেননি।