السلام عليكم و رحمة الله و بركاته
উস্তায আমি কিছুদিন পূর্বে স্বপ্নে দেখি-
১. আমরা পরিবারের সবাই লঞ্চে করে কোথাও একটা যাচ্ছি। লঞ্চ ঘাটে আসলে পরিবারের সবাই নেমে গেলেও আমি নামতে পারিনি। আমি নেমে যাওয়ার পূর্ব মূহুর্তে লঞ্চ ঘাট ছেড়ে দেয়। আমি খুব চিন্তিত। পরের ঘাটে লঞ্চ আসলেই আমি নেমে যাই। যেখানে নামি সেখান থেকে আমার পরিবারের সদস্যদের কাছে আসতে আবার একটি নদী পাড় করতে হবে। তো সেখানে অনেকেই নদীর এপার থেকে ওপার যাচ্ছে ছোট নৌকায় করে। আমি আর দুজন আন্টি একটা নৌকায় উঠি নদী পার করার জন্য, উঠার পরই দেখি নৌকা ডুবে যাচ্ছে, তাই দ্রুত নেমে যাই। নদীতে তখন ভরা কটাল, অনেক পানি এবং স্রোত। এরপর আমি আমি কীভাবে নদী পার হবো ভাবতে ছিলাম আর কাদতেছিলাম,কেননা তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর একজন ছেলে খুব ছোট এবং ভাঙা একটি নৌকা নিয়ে আমার কাছে আসে এবং বলে সে নদী পার করে দিবে আমাকে। আমিও আশ্বস্ত হয়ে তার সেই ছোট নৌকায় উঠি। এরপর খুব ইজিলি নদী পাড় করে দেয় আমাকে।
তীরে এসে দেখি আমার ভাইয়া দাড়িয়ে আছে আমার জন্য। আমাকে ভাইয়া রাস্তার পাশে একজায়গায় বসিয়ে আদর করে দিচ্ছিলেন আর বলছিলেন আমি তো আছি। তোমার জন্য আমি এ ঘাটে চলে আসছি। বাকিদের বাসায় রেখে আসছি।
এরপর ভাইয়া আমাকে আঙুর খাওয়াইয়া দিচ্ছিলেন ক্লান্ত হয়ে গিয়েছি তাই। সেখানের পরিবেশ খুবই মনোরম, শান্ত এবং স্নিগ্ধ। লোকজন তাদের প্রয়োজনে আসা যাওয়া করছিলেন
এরপর ভাইয়াকে জিজ্ঞেস লরছিলাম আমরা বাসায় যাব কিভাবে? ভাইয়া একটা রাস্তা দেখিয়ে বললেন এ রাস্তা দিয়ে যাব। রাস্তাটা দেখতে অন্নেক সুন্দর ছিল। পিচঢালাই রাস্তা দুপাশে সুন্দর খেজুর গাছ মেইবি। আমি মনে মনে ভাবছিলাম এই এলাকা এতো সুন্দর! একদম আমার স্বপ্নের মতো। মদিনার খেজুর বাগানের মতো ছিল কিছুটা। এরপরই ঘুম ভেঙে যায়।
২. গতোকাল স্বপ্নে দেখি আমার ভাইয়া অস্ট্রেলিয়া বা আমেরিকা যাবে পিএইচডি করতে। সকল কিছু রেডি শুধু বাসা থেকে বের হওয়া বাকি। ওদিকে আমার আরেকভাইয়া অপেক্ষা করছেন কখন বড়োভাইয়া আমেরিকা যাবেন!
ভাইয়া বের হবে কিন্তু ভাইয়ার ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে যাবেন নয়ত ওরা কান্নাকাটি করবে। তাই আমি মেয়ে বাবুকে ঘুম পাড়িয়ে ওর পাশে শুয়ে ছিলাম আর আমার ভাবি বড়ো বাবুকে ঘুম পারিয়ে সেখানে ছিলেন। কিন্তু ভাইয়া কেন যেন যেতে পারছেন না ওদের রেখে।
এরপর ভাইয়া বাসা থেকে বের হচ্ছেন। তখন বাবুরা উঠে যায় আর বাবা বাবা করতে ছিল। এরপর ওদের সাথে নিয়েই এগিয়ে দিচ্ছিলাম ভাইয়াকে। পথিমধ্যে দেখি বাচ্চারা মক্তবে পড়তে যাচ্ছে তখনই ঘুম ভেঙে যায়। স্বপ্ন আরও লম্বা ছিল স্পষ্ট এইটুকুই মনে আছে।
বি.দ্র: আমার ভাইয়ার পিএইচডি করার ইচ্ছে নাই
৩. আজকে স্বপ্নে দেখি আমার কাজিনের বিয়ে (চাচাতো ভাইয়ের)। উনার বউ এনে আমাদের বাসায় রেখেছি। লাল রঙের বেনারশি পড়া অবস্থায়ই ভাবি শুয়ে ছিলেন। রুম সাজাব এজন্য ফিতাসহ সব কিছু গুছাচ্ছিলাম। এরমধ্যে আমার কাজিন বলে এই রাফি তোর আর রুম সাজানো লাগবে না আমাকে যেতে দে। আমি ভাইয়াকে না বলি।
এরপর বলি এখনও লুঙ্গি পরে নরমাল লুকেই আছেন! আপনি যে একজন বুয়েটের প্রোগ্রাম অফিসার বুঝাই যায় না।
এটা ভাইয়া শুনে হেসে ফেলে আর বলে বাড়ি আসছি এজন্য রে।
এরপরই ঘুম ভেঙে যায়।
বি. দ্র: বাস্তবে আমার কাজিন বিবাহিত। তিনজন ছেলেও আছে। আর উনার সাথে সালাম বিনিময় + কেমন আছেন এটুকু জিজ্ঞেস করা/এটুকুর রিপ্লাই করা ছাড়া কখনও কথাই বলি না।
৪. আমি স্বপ্নে দেখি আমাদের পুকুরে মাছ ধরতেছি বরশী দিয়ে
৫. আমি প্রচুর নরমাল + অর্থবহ স্বপ্ন দেখি। যা দেখি তা অলমোস্ট সব সত্য হয়। নরমাল স্বপ্ন ভেবে ব্যাখ্যা জানতে চাই না। আবার সময় নিয়ে লিখতেও ইচ্ছে করে না। আমার প্রশ্ন-
(ক) স্বপ্নের ব্যাখ্যা জানা কী জরুরি? ব্যাখ্যা না জানলে কী স্বপ্নের কল্যাণকর বিষয়গুলো আমার জীবনে ঘটবে না?
(খ) অর্থবহ স্বপ্ন মাঝে মাঝে খুশী হয়ে এমনকাউকে বলে দেই যিনি আমাকে প্রচুউউউউর হিংসা করেন।
ভালো স্বপ্নগুলোর উপরেও কী হিংসার ফলে বদনজর লাগতে পারে?
(গ) আগে সকল স্বপ্ন হুবহু মনে রাখতে পারতাম। ইদানিং ভুলো যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় আমি কিছুই দেখিনি। স্বপ্নে যাতে না ভুলে যাই এজন্য কী করতে পারি? কেননা স্বপ্ন হচ্ছে নবুয়াতের ৪৬ ভাগের এক ভাগ। স্বপ্নে অনেক বিষয়ে ইঙ্গিত পাই। এখন সে স্বপ্ন যদি মনে রাখতে না পারি সেটা তো ভালো কিছু না।
جزاك الله خيرا في الدنيا والأخرة