আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (29 points)
edited by
আচ্ছালামু আলাইকুম।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রিয় হযরতের কাছে "শেখ সাদি " আর " তাম্বিহুল গাফেলীন " নামের তাহকীক ও তারকীব সম্পর্কে জানতে চাচ্ছি। এক ভাই জানতে চেয়েছেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছালামু আলাইকুম।

1 Answer

0 votes
by (612,540 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
شَيْخ ج شُيُو خ ، أَشْيَاخ جج مَشَايِخ
[শাইখ] শব্দের অর্থঃ-
বৃদ্ধ
বয়স্ক লোক
প্রধান ব্যক্তি
শেখ
সিনেট-সদস্য
সিনেটর

شَيْخَة ج شَيْخَات
[শাইখাহ] শব্দের অর্থঃ-
বৃদ্ধা
বয়স্ক মহিলা
মহোদয়া

سَعَدَ [ف] (سَعْد ، سُعُود)
[সা'আদা] শব্দের অর্থঃ-
শুভ হওয়া
সৎ হওয়া
ন্যায়পরায়ণ হওয়া

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,

شَيْخ এটি ইসিম,এটি একবচন।
এর বহুবচন হলো  شُيُوخ, ، أَشْيَاخ
এর جمع منتهي الجموع হলোঃ- مَشَايِخ

অর্থ উপর উল্লেখ রয়েছে।
মাদ্দাহঃ شيخ
জিনসঃ- اجوف یایئ

ِسَعْدَيٌّ এর মধ্যে یا
،یائے نسبتی

এর অর্থও উপর উল্লেখ রয়েছে।
বাবঃ- فتح يفتح
মাদ্দাহঃ- سعد
জিনসঃ- صحيح

তারকিবঃ- 
شيخ মওসুফ,আর سعدي সিফাত। 
سَعْدَيٌّ এর মধ্যে یا
،یائے نسبتی

মওসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি।

(০২)
تَنْبِيه ج تَنْبِيهَات
[তাম্বীহ] শব্দের অর্থঃ-
প্রেরণা
নির্দেশনা
আদেশ
নির্দেশ
পরামর্শ
উপদেশ

نَبَّهَ (تَنْبِيه) [نبه] عَلَى
[নাব্বাহা] শব্দের অর্থঃ-
অবহিত করা
স্মরণ করিয়ে দেওয়া
সতর্ক করা
জাগ্রত করা
উজ্জীবিত করা
উত্তেজিত করা


غَافِل [غفل]
[গাফিল] শব্দের অর্থঃ-
অন্যমনস্ক
অমনোযোগী
বেখবর
অসতর্ক
বিস্মৃত

غَفَلَ [ن] (غَفَل ، غَفْلَة ، غُفُول) عَنْ
[গাফালা] শব্দের অর্থঃ-
অসতর্ক থাকা
ভুলে থাকা
অন্যমনস্ক হওয়া
উপেক্ষা করা

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
تَنْبِيه এর বহুবচন تَنْبِيهَات

এর অর্থ উপর উল্লেখ রয়েছে।
বাবঃ- تفعيل
মাদ্দাহঃ- نبه
জিনসঃ- صحيح

الغافلين এটি ইসিমে ফায়েল বহুবচন।
এর এক বচন হলো الغافل

এর অর্থও উপর উল্লেখ রয়েছে।
বাবঃ- نصر ينصر
মাদ্দাহঃ- غفل
জিনসঃ- صحيح

তারকিবঃ-
التنبيه মওসুফ।

الغافلين সিফাত।

মওসুফ আর সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...