আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
37 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
1 )  এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে   পায়খানার রাস্তায় তরলতা আমি অনুভব করি। আজকে খেয়াল করলাম আমি চেয়ারে বসেছিলাম পায়খানার রাস্তায় তরলতা অনুভব করিনি কিন্তু ওষুধ খাওয়ার জন্য একটু পানি পান করেছিলাম তার পরেই তরলতা অনুভব করেছি। আমি চেকও মাঝেমধ্যে করেছি এবং দেখেছি আসলেই তরলতা আছে। এখন আমার দাখিল পরীক্ষা إن شاء الله عز وجل  কিছুদিন পরেই শুরু হবে কুরআন মাজিদ সহ ইসলামী সাবজেক্ট সমূহের পরীক্ষা আছে। এখন ঐখানে তো অনেকক্ষন বসে থাকতে হয়। ঐখানে তরল কিছু বের হলে আমি কি করবো যেহেতু ইসলামী সাবজেক্ট নাপাক অবস্থায় পরীক্ষা দেওয়া হবে? আমার করণীয় কি? বাথরুমে গিয়ে আবার বসলে যদি আবারো হয়?

২ মা- বাবা সম্পর্কে কখনও গীবত করে ফেললে কি মাফ চাওয়া না পর্যন্ত দুআ কবুল হয়না?
আমার বাবা দূরে থাকেন আমি ক্ষমাও চাই কিন্তু একবার ক্ষমা ছাওয়ার কিছু দিন পরেই একটু গীবত করে ফেললে তার কাছে যদি তখনই ক্ষমা না চাই তাহলে কি আমার দুআ কবুল হবে না?

1 Answer

0 votes
by (612,540 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)

পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। যা সর্বোচ্চ পবিত্র ও মর্যাদাসম্পন্ন। তাই এর পবিত্রতা ও মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে কোরআন স্পর্শ করার জন্য ও তা পাঠ করার জন্য দৈহিক পবিত্রতার শর্তারোপ করা হয়েছে।

 

আল্লাহ তায়ালা বলেন -

لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ [٥٦:٧٩

 যারা পাক-পবিত্রতারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। {সূরা ওয়াকিয়া-৭৯}

 

হাদীস শরীফে এসেছে 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ أَنَّ فِي الْكِتَابِ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللَّهِ ﷺ  لِعَمْرِو بْنِ حَزْمٍ أَنْ لَا يَمَسَّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ

হযরত আব্দুল্লাহ বিন আবু বকর বিন হাযম বলেনরাসূল   আমর বিন হাযম এর কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যেপবিত্র হওয়া ছাড়া কুরআন কেউ স্পর্শ করবে না”।

 

 (মুয়াত্তা মালিক ৬৮০কানযুল উম্মাল ২৮৩০মারেফাতুস সুনান ওয়াল আসার ২০৯আল মুজামুল কাবীর ১৩২১৭আল মুজামুস সাগীর ১১৬২সুনানে দারেমী ২২৬৬)

 

عن عبد الله بن عمر أن رسول الله ﷺ قال:لا يمس القرآن إلا طاهر

হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না। (মাযমাউজ যাওয়ায়েদ ৫১২)


সুতরাং বোঝা গেলযে ব্যক্তি কোরআন স্পর্শ করতে ও তা পাঠ করতে ইচ্ছুক- তাকে অবশ্যই দৈহিকভাবে পবিত্র হতে হবে। অন্যথায় তাকে গুনাহগার হতে হবে।


আরো বিস্তারিত জানুন - https://ifatwa.info/7083/

 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পরীক্ষা দেয়ার সময় আপনার যদি পায়খানার রাস্তা দিয়ে তরল এসে বাহিরে চলে আসে,সেক্ষেত্রে যেহেতু আপনার অযু ভেঙ্গে যাবে, তাই সে অবস্থায় আপনি কুরআনের কোনো আয়াত লিখতে পারবেননা,স্পর্শও করতে পারবেনা।

এমতাবস্থায় আপনি উত্তর পত্রে কুরআনের আয়াত না লিখে সেই আয়াতের তরজমা লিখতে পারেন,অথবা অযু করে এসে কুরআনের আয়াত লিখতে পারেন।

কুরআনের আয়াত ছাড়া অন্য কোনো কিছু লেখার ক্ষেত্রে অযু ধরে রাখা আবশ্যক নয়।

(০২)
এটি আপনার দুয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...