আসসালামুআলাইকুম,
অতীতে ২০১৬ সালে আমাকে আমার এক আত্মীয় একটা স্বর্ণের ব্রেসলেট পনের হাজার টাকা দিয়ে কিনে গিফট দেয়।কিন্ত তাদের উপার্জন বেশিরভাগ হারাম।
তাই এখন আমি সেই ব্রেসলেটের মূল্য সদাকা করে দিতে চাই।২০১৬ সালে উনারা যে পনের হাজার টাকা দিয়ে স্বর্ণের ব্রেসলেট টি কিনেছিল, আমি সেই পনের হাজার টাকা সদাকা করে দিলে হবে?নাকি এই স্বর্ণের ব্রেসলেটের বর্তমান বাজার মূল্য সদাকা করতে হবে?